বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৫৯:৪২

হোয়াইট হাউজেও ওয়াই-ফাই সমস্যা!

হোয়াইট হাউজেও ওয়াই-ফাই সমস্যা!

আন্তর্জাতিক ডেস্ক : কম বেশি অনেকের ওয়াই-ফাই সিগনালের দুর্বলতা নিয়ে অভিযোগ থাকে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে এমন অভিযোগ! কেউ কি আশা করেন?

আশা না করলেও বারাক ওবামা কিন্তু এমনই অভিযোগ তুলেছেন। তার অভিযোগ, হোয়াইট হাউজের কিছু জায়গায় ওয়াই-ফাই সিগন্যালের মান খুবই খারাপ আর কিছু কিছু জায়গায় একেবারেই নেই।

পুরনো ভবন, এ কারণে এখানে এমন কিছু জায়গা আছে যেখানে ওয়াই-ফাই কাজ করে না বলে জানিয়েছেন বারাক ওবামা। ওয়াই-ফাই বিভ্রাট নিয়ে প্রেসিডেন্টের দুই মেয়ে মালিয়া আর নাতাশাও বিরক্ত বলে যোগ করেন ফার্স্ট লেডি মিশেল ওবামা।

২০০৯ সালে ওবামা যখন প্রথম দিন তার কার্যালয়ে আসেন, তখন হোয়াইট হাউজে ছিল শুধু কিছু ল্যাপটপ আর ছয় বছরের পুরনো ঊইন্ডোজ সংস্করণের কম্পিউটার।

বারাক ওবামা বলেন, আমি সবসময় ভাবতাম আমি আসলেই কিছু চমৎকার ফোন আর পণ্য পেতে যাচ্ছি। তবে নিরাপত্তার দোহাই দিয়ে প্রযুক্তিতে প্রায় ৩০ বছর পিছিয়ে আছে হোয়াইট হাউজ।
১১ ফেব্রুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে