আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে চার দিন আগে রকেট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন কেআরটি।
ভিডিওতে উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ঘাঁটি থেকে ওই রকেট উৎক্ষেপণের দৃশ্য দোখানো হয়েছে। দেশটির শীর্ষ নেতা কিম জং উন নিজেও ওই তা পর্যবেক্ষণ করেন। যা স্থির চিত্রও দেখানো হয়েছে।
তিন ধাপে রকেট ও বুস্টার আলাদা হওয়া এবং নিয়ন্ত্রণ কক্ষে উত্তর কোরিয়ার বিজ্ঞানীদের উল্লাসের দৃশ্যও ভিডিওতে রয়েছে।
গত রোববার সকালে ওই রকেটে করে পৃথিবীর কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ পাঠানোর কথা বলে আসছে উত্তর কোরিয়া, যদিও তারা আসলে ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে বলে সন্দেহ প্রকাশ করে আসছিল যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া।
এই রকেট উৎক্ষেপণ নিয়ে টানাপড়েনের মধ্যে জাপান উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও ঘোষণা দিয়েছে।
১১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস