আন্তর্জাতিক ডেস্ক : কুখ্যাত জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হত্যালীলা এখনো অব্যাহত রয়েছে নাইজেরিয়ায়। এবার বোকো হারামের দুই আত্মঘাতী জঙ্গি হত্যা করলো প্রায় ৭০ জন সাধারণ মানুষকে। এই হামলায় গুরুতর আহত হয়েছেন প্রায় আরো ৭৮ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই সবার আশঙ্কা। মৃতদের মধ্যে বেশির ভাগই শিশু ও মহিলা বলে জানা গিয়েছে। এই ভয়াবহ জঙ্গি হামলাটি ঘটেছে উত্তর-পূর্ব নাইজেরিয়ার দিকওয়া শহরে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
বোর্নো স্টেট রাজধানীর ৮৫ কিলোমিটার দূরে বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালের দিকে বোকো হারামের দুই মহিলা আত্মঘাতী জঙ্গি শরীরে বিস্ফোরক বেঁধে ঢুকে পড়ে দিকওয়ার উদ্বাস্তু ক্যাম্পে। তারপরই বিস্ফোরণ ঘটনো হয়। ঘটানস্থলেই মৃত্যু হয় নারী-শিশুসহ প্রায় ৭০ জনের। গুরুতর আহত অবস্থায় ৭৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক।
বিস্ফোরণের পরই নিরাপত্তার জন্য বন্ধ করে দেয়া হয় বিস্তীর্ণ এলাকার টেলিফোন পরিষেবা। ফলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বুধবার রাতে খবর পায়।
১১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই