আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ আর্মির সেনা ক্রিশ্চিয়ান ম্যাটির বয়স এখন ৩২ বছর। তার সামরিক ক্যারিয়ারের ১২ বছর পূর্ণ হল কিছুদিন আগে। আর এই অবসরে ব্রিটিশ সেনাবাহিনী তার কাজে সন্তুষ্ট হয়ে প্রদান করলো বিশেষ সম্মান। এই পর্যন্ত সংবাদে কোনো সমস্যা নেই। এমনটা হামেশাই হচ্ছে। কিন্তু ক্রিশ্চিয়ান ম্যাটির গল্পটা একেবারেই ‘অ-সাধারণ’। চাকরি জীনের প্রথম ১০ বছরের জন্য তাকে পুরস্কৃত করা হল মহিলা হিসেবে, আর শেষ ২ বছরের সম্মান প্রদান করা হল পুরুষ সেনা হিসেবে।
ক্রিশ্চিয়ান ম্যাটি প্রকৃত প্রস্তাবে একজন রূপান্তরকামী মানুষ। ২০ বছর বয়সে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। তখন তার নাম ক্ল্যারি ম্যাটি। ছোটবেলা থেকেই ক্ল্যারি বেশ তাগড়াই চেহারার। সেনাবাহিনীতে যোগ দেয়ার ব্যাপারটাও তার একান্ত নিজস্ব সিদ্ধান্ত ছিল। তিন বছর বয়েসেই তিনি নাকি অনুভব করেছিলেন, তানি আসলে পুরুষ। শরীরেও পুরুষের ভাবটাই বেশি ছিল তার।
এক সময় নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেন ম্যাটি। হরমোন থেরাপি ও আনুষঙ্গিক চিকিৎসা নিলে এক সময় তিনি পুরোপুরি পুরুষে পরিণত হন। তার এই পরিবর্তণ নিয়েও কোনো অসুবিধা নেই ব্রিটিশ সেনাবাহিনীর মধ্যে। দিব্যি কাটছে ক্রিশ্চিয়ান ম্যাটি-র সেনাবাহিনীর জীবন।-এবেলা
১১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই