আন্তর্জাতিক ডেস্ক : আগামী মার্চ মাসে রাশিয়া সফরে যাবেন সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ। সিরিয়ায় সেনা মোতায়েন করার জন্য সৌদি আরব প্রস্তুত বলে রিয়াদ ঘোষণা দেয়ার পর রাজা সালমানের সফরের কথা প্রকাশ করা হলো। সৌদি আরব হচ্ছে সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ঘোরতর সমর্থক এবং রাশিয়া সেই সন্ত্রাসী গোষ্ঠীর বিরদ্ধে বিমান অভিযান চালিয়ে আসছে। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
রুশ প্রেসিডেন্টের বিশেষ সহকারী ইউরি বুধবার উশাকভ জানিয়েছেন, মার্চের মাঝামাঝি সময়ে রাজা সালমান মস্কো সফর করবেন। উশাকভ জানান, সফরের কর্মসূচি এখনো ঠিক হয় নি।
সৌদি আরব সিরিয়ায় সেনা পাঠানোর ঘোষণা দেয়ার পর রাশিয়া তার নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার শামিল বলে গণ্য করা হবে। সিরিয়াও সৌদি ঘোষণার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
অন্যদিকে, সিরিয়ায় রুশ বাহিনীর অভিযানের বিরুদ্ধে সৌদি আরব সরব রয়েছে এবং রুশ অভিযানকে ক্ষতিগ্রস্ত করার জন্য সন্ত্রাসীদেরকে অস্ত্র, অর্থ ও প্রয়োজনীয় রসদ দিয়ে সহায়তা করে আসছে। এ প্রেক্ষাপটে কোন উদ্দেশ্যে সৌদি রাজার আসন্ন সফর এবং তা কতটুকু সফল হবে তা নিয়ে এরইমধ্যে প্রশ্ন উঠেছে।
১১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই