আন্তর্জাতিক ডেস্ক : রক্তচাপ খুব বেড়ে গিয়েছে। তাই হাসপাতালে ভর্তি করানো হয়েছে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফকে। ৭২ বছর বয়সি সাবেক এই প্রেসিডেন্টকে পাকিস্তান নৌবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আইসিইউয়ে রয়েছেন বলে জানা যায়। তার ব্যক্তিগত চিকিৎসকদেরও সেখানে ডাকা হয়। পারভেজ মোশারফের দল পাকিস্তান মুসলিম লিগের (এপিএমএল) বরাত দিয়ে এখব দিয়েছেন পাকিস্তানি সংবাদপত্র দি নিউজ ইন্টারন্যাশনাল।
খবরে জানা যায়, মোশারফ বাড়িতে পরিবারের লোকজনের সঙ্গে বসে কথা বলছিলেন। আচমকা জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে কড়া নিরাপত্তার মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাকিস্তান নৌবাহিনীর নৌজাহাজ শিফা বা পিএনএস শিফার হাসপাতালে ভর্তি করা হয় কেননা ওখানে অত্যাধুনিক যন্ত্রপাতি, পরিষেবার ব্যবস্থা আছে।
কিন্তু সাবেক এই সামরিক নেতা এবং সেনাপ্রধানের দল এপিএমএল-এর মুখপাত্র দাবি করেছেন, মোশারফ সুস্থই আছেন। তেমন কিছু হয়নি ওনার। রুটিন চেকআপ, কিছু পরীক্ষানিরীক্ষার জন্যই ভর্তি করা হয়েছে নৌবাহিনীর হাসপাতালে।
১১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই