আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে কারাবন্দীদের বিক্ষোভ ও অগ্নিকাণ্ডে কমপক্ষে নিহত হয়েছেন অর্ধশতাধিক। মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি কারাগারে এ ঘটনা ঘটে।
তবে নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করলেও স্থানীয় টেলিভিশন জানায়, নিহতের সংখ্যা ৩০। অন্যদিকে মিলেনো টিভির দাবি, ৫০ জন নিহত হয়েছেন।
বিক্ষোভের সময় পালিয়ে যেতেও সক্ষম হয় অনেক বন্দী। কারাগারের বাইরে থেকেও আগুনের ধোঁয়া দেখা যাচ্ছিল। কারাগারের বাইরে ভিড় করেছেন বন্দীদের আত্মীয়-স্বজনরা।
মিলেনো টিভি জানায়, নিহতদের মধ্যে বন্দী ও কারারক্ষী উভয়ই ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা কারাগারে বিস্ফোরণ ও চিৎকারের আওয়াজ শুনতে পায়।
তবে বিক্ষোভের কারণ এখনো স্পষ্ট নয়। মেক্সিকোর কারাগারে প্রায়ই এমন বিক্ষোভ হয়ে থাকে। এর আগে ২০১২ সালে মনটেরির আপোদোকা কারাগারে এক বিক্ষোভে ৪৪ কারাবন্দি নিহত হয়েছিলেন। সূত্র : বিবিসি
১১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম