আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ সৌদি আরবে এক শিক্ষকের ছোড়া গুলিতে কমপক্ষে ৬ জন সহকর্মী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। কিন্তু কি কারণে ওই শিক্ষক একসঙ্গে ছ-জনকে গুলি করে মারলেন, সেই খবর এখনো জানা যায়নি।
সৌদি টিভি চ্যানেল ও ওয়েবসাইটগুলোয় এই ঘটনার সংক্ষিপ্ত রিপোর্ট দেয়া হলেও, সেখানে গুলি ছোড়ার কারণ উল্লেখ করা হয়নি। সৌদি প্রেস এজেন্সিও এখনো এই বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করেনি। জানা গিয়েছে, ৬ সহকর্মী মারা যাওয়া ছাড়াও শিক্ষকের গুলিতে আরও দু'জন মারাত্মক ভাবে আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহভাজন ওই বন্দুকবাজ শিক্ষককে গ্রেপ্তার করে হেফাজতে নেয়া হয়েছে। তবে, ওই 'ঘাতক' শিক্ষকের নাম জানা যায়নি। এই বিষয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
আজ (বৃহস্পতিবার) ঘটনাটি ঘটে সৌদি আরবের জডান প্রদেশে, শিক্ষা অধিদফতরের বিল্ডিংয়ে। সৌদি টিভি চ্যানেলগুলোর স্টিল ফোটোগ্রাফে দেখা যাচ্ছে, শিক্ষা অধিদফতরের ওই বিল্ডিংটির সামনে দাঁড়িয়ে রয়েছে কয়েকটি অ্যাম্বুলেন্স। ইসলামিক স্টেট জঙ্গিরা কয়েক বার হামলা চালালেও, সৌদি আরবে এ ভাবে গুলি করে একসঙ্গে এতজনকে মারার ঘটনা বিরল। যদিও গত অক্টোবরে এই জডান প্রদেশেরই একটি ব্যাংকে এক বন্দুকবাজের গুলিতে দু-জন প্রাণ হারান এবং আহত হন আরো দুজন।- টাইমস অফ ইন্ডিয়া
১১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই