শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৩৯:০০

আয়লান হত্যার বিচার শুরু

আয়লান হত্যার বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক: দেশের মাটিতে রক্তক্ষয়ী যুদ্ধ। তাই একটু বাঁচার জন্য দেশ ছেড়ে সিরিয়া থেকে লাখ লাখ মানুষ ইউরোপে পাড়ি জমাচ্ছিল। পালিয়ে আসা এসব লাখো মানুষের স্রোত ঠেকাতে ইউরোপের কড়াকড়ির মধ্যে সাগরতীরে ভেসে আসা শিশু আয়লান কুর্দির মৃত্যুর জন্য দুই ‘পাচারকারীর’ বিরুদ্ধে বিচারকার্য শুরু হয়েছে তুরস্কে।

মুয়াফাকা আলাবাস ও অসীম আলফ্রহাদ নামে দুই পাচারকারীই সিরীয়ার নাগারিক। মানবপাচার ও হত্যার অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ ৩৫ বছরের কারাদণ্ড হতে পারে বলে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।

২০১৪ সালে সিরিয়ার কোবানি শহরে আইএস যোদ্ধাদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই শুরুর পর এক পর্যায়ে পালিয়ে তুরস্কে আশ্রয় নিয়েছিল আয়লানের পরিবার। সেখানে মানবেতর জীবনযাপন থেকে মুক্তির আশায় রাতের আঁধারে নৌকায় চড়ে তুরস্কের বোদরাম থেকে গ্রিসের কস দ্বীপের উদ্দেশে যাত্রা করেছিল তারা। পথে নৌকা ডুবে মা ও ভাই গালিপসহ ভেসে যায় তিন বছরের আয়লান, বেঁচে যান তার বাবা আব্দুল্লাহ কুর্দি।
১২ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে