আন্তর্জাতিক ডেস্ক : অন্তত ৭৬ টি মসজিদ ধ্বংস করে দিয়েছে দুটি দেশ। এর মধ্যে সিরিয়ার সরকারি বাহিনী ৪৭টি এবং রুশ বাহিনী ১৯টি সমজিদ ধ্বংস করেছে। এসব মসজিদ বোমা মেরে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ধর্মীয় স্থাপনায় আঘাত নিয়ে নতুন এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে।
গত চার মাসের বেশি সময় ধরে চলা রুশ বিমান হামলায় অন্তত ১৯টি মসজিদ ধ্বংস হয়েছে। আর সিরীয় সরকারি বাহিনীর হামলায় অন্তত ৪৭টি মসজিদ ধ্বংস হয়েছে।
আমেরিকান স্কুল অব অরিয়েন্টাল রিসার্চ নামের একটি সংস্থার গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
এছাড়া আরো ১০টি মসজিদ ধ্বংস হয়েছে হয় সিরিয়া অথবা রাশিয়ার হামলায়।
অনুসন্ধানে দেখা গেছে, হামলার ১৭ ভাগই সংঘটিত হয় নামাজের সময়।
গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। মূলত স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতায় টিকিয়ে রেখে নিজের ভূরাজনৈতিক স্বার্থ হাসিলই মস্কোর উদ্দেশ্য।
রাশিয়ার হামলায় যেমন আসাদ বিরোধী বিদ্রোহীরা মারা যাচ্ছেন তেমনি বেসামরিক নাগরিকরাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
আসাদের পতনের দাবিতে ৫ বছর আগে শুরু হওয়া সিরীয় সংঘাতে এখন পর্যন্ত ৪ লাখ ৭০ হাজার মানুষ মারা গেছে বলে জানিয়েছে একটি বেসরকারি সংস্থা। -ইউএসএ টুডে
১২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস