আন্তর্জাতিক ডেস্ক : বাদুরের কামড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১২টি শিশু। প্রথমে এটিকে ডাইনিদের কাজ বলে ভাবা হলেও পরে জানা যায় যে, আদিবাসী এসব শিশুর মুত্যু হয় রক্তচোষা বাদুরের কামড়ে। গত সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ১২ শিশুর মৃত্যু হয়েছে। এসব শিশুদের বয়স আট থেকে ১৫ এর মধ্যে।
পেরুর লরিতো এলাকার আমাজন অঞ্চলে এই ঘটনা ঘটেছে। সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা হারম্যান সিলভা জানান, মৃতদেহ থেকে পাওয়া লক্ষণ ও মেডিক্যাল প্রতিবদনের আলোকে জানা গেছে আচুয়ার গোত্রের ১২ শিশু র্যাবিস ভাইরাসের কারণে মারা গেছে।
দেশটির রাজধানী লিমা থেকে ১১০০ কিলোমিটার দূরে জঙ্গলের ইয়াঙ্কুটিচ ও উনকান সম্প্রদায়ের শিশুরা রক্তচোষা বাদুরের হামলার শিকার হয়েছিল।
স্থানীয়রা জানিয়েছে, তারা প্রথমে এটিকে ডাইনিদের কাজ বলে ভেবেছিল। এ কারণে তারা এই ভাইরাসের প্রার্দুভাবের বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তাদের কিছুই জানায়নি। -এএফপি
১২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস