শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:১৬:০৪

আইএস প্রশিক্ষণ দিচ্ছে লস্কর, জয়েশকে : মোশারফ

আইএস প্রশিক্ষণ দিচ্ছে লস্কর, জয়েশকে : মোশারফ

আন্তর্জাতিক ডেস্ক : লস্কর-ই-তৈবা, জয়েশ-ই-মোহাম্মদ সন্ত্রাসবাদীদের আইএসআই প্রশিক্ষণ দেয় বলে জানালেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ। নয়াদিল্লি বিবাদ, বিরোধের মূল ইস্যু কাশ্মীর প্রশ্নের সমাধান না করা পর্যন্ত ভারতে সন্ত্রাসবাদী হামলা বন্ধ হবে না বলেও ইন্ডিয়া টুডে-কে দেয়া সাক্ষাত্কারে বলেছেন সাবেক এই প্রেসিডেন্ট। কার্যত ভারতের মাটিতে জঙ্গি হামলার প্রতি প্রচ্ছন্ন সমর্থনের সুর শুনা গেলো তার গলায়।

তিনি বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনী বেসামরিক লোকজনকে প্রশিক্ষণ দেয় না। আপনাদের, আমাদের গোয়েন্দা সংস্থারাই এতে জড়িত থাকে।

ভারত-পাক শান্তি প্রক্রিয়ায় কোনো অগ্রগতি হয়েছে কিনা, প্রশ্ন করা হলে কার্গিল যুদ্ধের পিছনে থাকা মোশারফ বলেন, আপনারা মূল সমস্যা মিটিয়ে ফেললেই সব বন্ধ হয়ে যাবে। মূল ইস্যুর মীমাংসা না হলে দুর্ভাগ্যজনক সন্ত্রাসবাদী হামলা ও জঙ্গি কার্যকলাপ চলতেই থাকবে। আর  সেটাই আপনারা করতে চাইছেন না। কাশ্মীর ইস্যুতে আজও পাকিস্তানে আবেগ তৈরি হয় বলে মন্তব্য করেন মোশারফ। তিনি এও বলেন, যে-ই কাশ্মীরের জন্য যুদ্ধ করছে, সে-ই স্বাধীনতা যোদ্ধা।

পাঠানকোট হামলার  পর থমকে যাওয়া পররাষ্ট্র সচিব স্তরের বৈঠক নিয়ে প্রশ্নের জবাবে মোশারফ বলেন, মূল ইস্যুতে আমরা এগতে পারব বলে মনে হয় না আমার। আপনারাই চান না। আপনারা আমাদের দাবিয়ে রাখতে চান। দাপট খাটাতে চান আমাদের ওপর। শুধু সন্ত্রাসী, মুম্বই, পাঠানকোটের মতো পছন্দের ইস্যু নিয়েই কথা বলতে চান। সুতরাং সেজন্য মূল সমস্যার ব্যাপারে অগ্রগতি হবে বলে মনে করি না।

পাশাপাশি ডেভিড কোলম্যান হেডলি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মুম্বাই হামলায় লস্কর, আইএসআইয়ের ভূমিকা নিয়ে যে সব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে, তাও উড়িয়ে দিয়েছেন মোশারফ। তার কথায়, হেডলির কোনো কথাতেই বিশ্বাস করি না। পাকিস্তান গোয়েন্দাদের উচিত তাকে জেরা করা।
১২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে