শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৩০:২৫

পাকিস্তানের অর্ধেক কিশোরীর মতে, স্বামীর চড়-থাপ্পড় খাওয়ায় দোষ নেই

পাকিস্তানের অর্ধেক কিশোরীর মতে, স্বামীর চড়-থাপ্পড় খাওয়ায় দোষ নেই

আন্তর্জাতিক ডেস্ক : 'পারিবারিক হিংসার শিকার হতেই পারেন মহিলারা? এতে অন্যায়ের কি আছে? পারিবারিক সম্পর্কের মাঝে স্বামী-স্ত্রীকে মারধর করতেই পারে। এটা তার অধিকার।' এই কথাটি কোনো পুরুষ নয়, বরং মহিলারাই বলছেন। তাও আবার আধুনিক প্রজন্মের মেয়েরা। পাকিস্তানের অর্ধেকেরও বেশি টিনএজ মেয়েদের চিন্তাভাবনা এমনই। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

ইউনিইটেড নেশনস পপুলেশন ফান্ডের করা একটি সমীক্ষায় ধরা পড়েছে এমনই শিউরে ওঠার মত তথ্য। সেই তথ্য বলছে পারিবারিক হিংসা সমর্থন করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের ৫৩% কিশোরী কন্যা। পাকিস্তানের ১৫ থেকে ১৯ বছরের মেয়েদের বেশিরভাগের মতেই পারিবারিক সম্পর্কের মাঝে স্বামী-স্ত্রীকে মারধর করায় কোনো অন্যায় নেই। ৩০% বেশি টিনএজ মেয়েরা জানাচ্ছে যে তারা ইতিমধ্যেই অত্যাচারের শিকার হয়েছে।

সমীক্ষায় আরো দেখা গিয়েছে যে পাকিস্তানের ১৮ থেকে ২৪ বছরের মধ্যে অর্ধেকেরও বেশি মেয়েদের পরিবার এবং সংসার সম্পর্কে কোনো ধারণাই নেই। পাকিস্তান ছাড়াও ভারত, বাংলাদেশ, কম্বোডিয়া এবং নেপালের উপর এই সমীক্ষা হয়। যেখানে দেখা যাচ্ছে মহিলাদের উপর অত্যাচারের বিষয়ে পুরুষরাও একই মত পোষণ করেন।
১২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে