আন্তর্জাতিক ডেস্ক : অসুস্থতার অজুহাতে ছয় বছর ধরে কাজে ফাঁকি দিয়েছিলেন স্পেনের এক সরকারি কর্মকর্তা। এই অভিযোগে তার ২৭ হাজার ইউরো ( ১ ইউরো সমান ৮৮.৭৯ টাকা হারে বাংলাদেশর টাকার পরিমাণ হয় ৬৩,৯২,৮৭৬.৩৫ টাকা) জরিমানা করা হয়। গণমাধ্যমের সাংবাদিকরা এখবর জানা পর তার পেছনে লাগায় এই কর্মকর্তাকে আত্মগোপনে যেতে হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
জোয়াকিম গার্সিয়া যে বছরের পর বছর ছুটি কাটিয়েছেন অসুস্থতার ভান করে সেটি ধরা পড়েছিল তার প্রাপ্য ছুটির জন্য আবেদন করার পর। ৬৯ বছর বয়সী জোয়াকিম গার্সিয়া একটি বর্জ্য পানি পরিশোধনাগারে কাজ করতেন।
মিস্টার গার্সিয়া অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন যে তাকে হয়রানি করা হচ্ছে। তার উর্ধ্বতন কর্মকর্তা দাবি করেছেন যে বছরের পর বছর তিনি মিস্টার গার্সিয়াকে কাজে আসতে দেখেননি।
মিস্টার গার্সিয়ার ঘনিষ্ঠ লোকজন অবশ্য দাবি করছেন তিনি কাজে যেতেন ঠিকই, তবে সারাদিনের জন্য নয়। তিনি দর্শনশাস্ত্র অধ্যায়নেই বেশি সময় দিতেন।
১২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই