শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৫৭:০৪

কমান্ডো মোতায়েন করবে সৌদি-আমিরাত, নতুন যুদ্ধের ডাক আসাদের

কমান্ডো মোতায়েন করবে সৌদি-আমিরাত, নতুন যুদ্ধের ডাক আসাদের

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব ও তার মিত্র আরব দেশগুলো সিরিয়ায় কমান্ডো সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পর নতুন করে লড়াই শুরুর ঘোষণা দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো জোটের বৈঠক শেষে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার বলেছেন, সিরিয়ায় কমান্ডো সেনা মোতায়েন করবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। তিনি আরো বলেন, আমরা তাদেরকে কিছু সুযোগ দেয়ার চেষ্টা করছি বিশেষ করে সিরিয়ায় সুন্নি আরব দেশগুলোকে এ সুযোগ দিতে চাই যারা সন্ত্রাসী গোষ্ঠী আইএসের কাছ থেকে ভূমি উদ্ধার করার পরিকল্পনা করছে।

কার্টার শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর জানান, তারা সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে আইএসবিরোধী অভিযানে যোগ দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। কার্টার আরো জানান, এর আগের দিন সৌদি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ বিন সালমানও তার সঙ্গে ব্রাসেলসে বৈঠকের সময় একই আশ্বাস দিয়েছেন।

সিরিয়া নিয়ে চলমান শান্তি আলোচনার মধ্যেই উভয় পক্ষের মুখোমুখী অবস্থানের ফলে বিদ্যমান সংকট আরো প্রকট আকার ধারণ করতে পারে এবং শান্তি আলোচনা সংকোচিত হয়ে আসতে পারে।

বার্তা সংস্থা এএফপিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসাদ বলেছেন, পুরো সিরিয়ায় পুর্নদখল না করা পর্যন্ত তিনি যুদ্ধ চালিয়ে যেতে চান। তবে তিনি স্বীকার করেছেন, তাঁর বিরোধীদের পুরোপুরি পরাস্ত করতে অনেক সময় লাগতে পারে।

সিরিয়া নিয়ে যে শান্তি আলোচনা ডাকা হবে সেই প্রক্রিয়ার মধ্যেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য মাত্র কয়েক মাস আগেও প্রেসিডেন্ট আসাদের বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে দুর্বল অবস্থানে ছিল।

কিন্তু রুশ জঙ্গী বিমানগুলো সরকারি বাহিনীর সমর্থনে বিদ্রোহীদের অবস্থানের ওপর হামলা চালাতে শুরু করার পর যুদ্ধের মোড় ঘুরে যায়।

এরপর সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে অনেক জায়গা দখল করে নিয়েছে।
১৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে