আন্তর্জাতিক ডেস্ক : উচ্চ রক্তচাপের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ। সজ্ঞাহীন অবস্থায় তাকে পাক নৌবাহিনীর হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে।
হাসপাতালটির কর্তৃপক্ষ পারভেজ মোশারপের ব্যক্তিগত চিকিৎসকদের সেখানে দ্রুত তলব করেছেন। এ খবর দিয়েছে পাক সংবাদপত্র দি নিউজ ইন্টারন্যাশনাল। যদিও এ কথা অস্বীকার করেছে তার দল অল পাকিস্তান মুসলিম লিগ (এপিএমএল)।
সূত্রের খবর, মোশারফ বাড়িতে পরিবারের লোকজনের সঙ্গে বসেছিলেন। আচমকা জ্ঞান হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে তাকে কড়া নিরাপত্তার মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাক নৌবাহিনীর নৌজাহাজ শিফা বা পিএনএস শিফার হাসপাতালে ভর্তি করা হয় কেননা ওখানে অত্যাধুনিক যন্ত্রপাতি, পরিষেবার ব্যবস্থা আছে।
কিন্তু প্রাক্তন সামরিক নেতা-সেনাপ্রধানের দল এপিএমএল-এর মুখপাত্র দাবি করেছেন, মোশারফ সুস্থই আছেন। তেমন কিছু হয়নি। রুটিন চেকআপ, কিছু পরীক্ষানিরীক্ষার জন্যই ভর্তি হয়েছেন নৌ হাসপাতালে।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন