আন্তর্জাতিক ডেস্ক : মহাকাশে উত্তর কোরিয়া আসলে কি পাঠিয়েছে? রকেট নাকি ক্ষেপণাস্ত্র? এই প্রশ্ন এখন বিশ্ব মিডিয়ায় ঘোরপাক খাচ্ছে। অবশ্য এর পেছনে যথেষ্ট কারণও রয়েছে। আসলে কমিউনিস্ট শাসিত দেশটির লৌহমানব কিম জং উন সব সময়ই রহস্য সৃষ্টি করে থাকেন। হাইড্রোজেন বোমা ফাটানোর রেশ কাটতে না কাটতেই মহাকাশ মিশনে যাওয়ায় প্রশ্ন জাগাটাই স্বাভাবিক।
গত কয়েকদিন আগে রকেট ছুঁড়ে গোটা বিশ্বের সমালোচনার মুখে পড়ে উত্তর কোরিয়া। পরে রকেট উৎক্ষেপণের একটি ভিডিও প্রকাশ করে দেশটির সরকারি টেলিভশিন।
ভিডিওতে উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ঘাঁটি থেকে ওই রকেট উৎক্ষেপণের ছবিটি ধরা পড়েছে। পাশাপাশি রকেট উৎক্ষেপণের সময় পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেন কিম। সেটাও সেই ভিডিওটিতে ধরা পড়েছে।
মোট তিন ধাপে রকেট ও বুস্টার আলাদা হওয়া এবং নিয়ন্ত্রণ কক্ষে উত্তর কোরীয় বিজ্ঞানীদের উল্লাসের দৃশ্যও ভিডিওতে রয়েছে।
এ নিয়ে শুরু হয়েছে জোড় বিতর্ক। অনেকের মতে, রকেট উৎক্ষেপণের কৌশলে আসলে মিসাইল পরীক্ষা করে কিমের দেশ। যা নিয়ে শুরু হয়েছে জোর তরজা। এবার সেই ভিডিও প্রকাশ্যে আনল উত্তর কোরিয়া।
১৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস