আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কাছে আটটি এফ-১৬ জঙ্গিবিমান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির কংগ্রেসকে প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার জানিয়েছে যে, কংগ্রেসকে অবহিত করার ৩০ দিন পর জঙ্গিবিমান বিক্রি সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করা হবে।
এদিকে চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন পররাষ্ট্র দফতর কংগ্রেসকে অবহিত করেছে যে পাকিস্তানের নির্ভুল ভাবে আঘাত হানার সক্ষমতা বাড়ানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াশিংটন। আর এর ভিত্তিতে এফ-১৬ জঙ্গিবিমান বিক্রি করা হচ্ছে।
এছাড়া আমেরিকা মনে করে পাকিস্তানের কাছে জঙ্গিবিমান বিক্রি করা হলে তা সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহায়তা করবে এবং ওয়াশিংটনের পররাষ্ট্র নীতিকে এগিয়ে নেবে।
এদিকে, মার্কিন এমন সিদ্ধান্তে উদ্বেগের সাথে অসন্তোষ প্রকাশ করেছে ভারত। এ অসন্তোষ জানানোর জন্য মার্কিন রাষ্ট্রদূতকে তলবের সিদ্ধান্তও নিয়েছে নয়াদিল্লি।
১৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস