শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:০৪:০৮

মসজিদের ইমাম এই নারী, পেছনে নামাজ পড়বেন পুরুষরা!

মসজিদের ইমাম এই নারী, পেছনে নামাজ পড়বেন পুরুষরা!

আন্তর্জাতিক ডেস্ক : এবার মসজিদের ইমামের দায়িত্ব দেয়া হয়েছে একজন নারীকে। সেই মসজিদে চাইলে পুরুষরাও একসঙ্গে নামাজ পড়তে পারবেন। ডেনমার্কে নারীদের জন্য প্রথমবারের জন্য নির্মিত হয়েছে পৃথক মসজিদ।

রাজধানী কোপেনহেগেনে মরিয়ম মসজিদটি প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন ডেনমার্কে জন্ম নেওয়া সিরিয়ান বংশোদ্ভূত শেরিন খানকান। মূলত ধারাভাষ্যকার হিসেবেই তিনি বেশি পরিচিত।

নারীদের জন্য এ ধরণের মসজিদ প্রতিষ্ঠার কারণ হিসেবে তিনি বলেন, ‘ আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যে পুরষতান্ত্রিকতা কাঠামো রয়েছে তা ভেঙ্গে স্বাভাবিক করতেই এ উদ্যোগ। শুধু ইসলামেই নয়, ইহুদিবাদ ও খ্রিষ্টান ধর্মেও এই পুরুষতান্ত্রিকতা রয়েছে। আমরা এটাকে চ্যালেঞ্জ জানাতে চাই।’

শেরিন দাবি করেন, ইসলামি ঐতিহ্য নারীদের ইমাম হওয়াকে অনুমোদন করে। তবে অনেকেই অজ্ঞতার কারণে এর সমালোচনা করে থাকেন। তিনি জানান, অনেকেই তার এ কাজকে সমর্থণ করছেন। কেবল রক্ষণশীলরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

প্রসঙ্গত, মুসলিম শরিয়া আইন অনুযায়ী, নামাজে নারীদের ইমামের দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই বলে দাবি রক্ষণশীলদের। এছাড়া নারীদের জন্য পৃথক মসজিদ নির্মাণকেও ইসলাম সমর্থণ করে না।
১৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে