শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:০৭:৩৬

সু চিকে হত্যার হুমকি

সু চিকে হত্যার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চিকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। এক ফেসবুক পোস্টে নোবেশজয়ী এ নেত্রীকে হত্যার হুমকি দেয়া হয়। পরে অবশ্য এ ঘটনার জন্য হুমকিদাতা ক্ষমা চেয়েছেন।

এদিকে ওই ঘটনায় ক্ষমা চাইলেও বিষয়টি হালকাভাবে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে মিয়ানমারের পুলিশ। এ ঘটনার পর প্রথমবারের মতো ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রীকে নিরাপত্তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

মিয়ানমারের পুলিশ প্রধান জানিয়েছেন, সু চিকে নিরাপত্তা দেওয়ার জন্য একটি বিশেষ বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘ওই পোস্ট দেখার পর আমি স্থানীয় পুলিশ কার্যালয়কে সরাসরি তার (সু চি) নিরাপত্তা বিধানের নির্দেশ দিয়েছি। তার মতো একজন ব্যক্তির কিছু হোক এমন কিছু আমরা হতে দিতে পারি না।’

পুলিশের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সু চি’র নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি তার বাড়ির বাইরে বাড়তি নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকবেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে