অান্তর্জাতিক ডেস্ক : লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিরিয়ার বিদ্রোহী গ্রুপ। তারা যুদ্ধবিরতির আহ্বানে সাড়া না দিয়ে এই সিদ্ধান্ত নিয়ে। তাদের দাবী, প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের সমর্থনে রাশিয়া তাদের ওপর বোমাবর্ষণ বন্ধ করবে বলে বিদ্রোহীরা বিশ্বাস করে না।
সেই সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে বিশ্বের পরাশক্তিগুলোর করা চুক্তির বিষয়ে সংশয় রয়েছে তাদের। এ ছাড়া বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরানোর দাবি পুনর্ব্যক্ত করেছে যুদ্ধরত বিদ্রোহী গ্রুপগুলো।
এর আগে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিদ্রোহীদের হাত থেকে গোটা দেশকে মুক্ত করবেন তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের বিষয়েও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
ফ্রি সিরিয়ান আর্মির এক সদস্য জানান, রাশিয়ানদের বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে তাঁদের। এ ছাড়া রক্ষণশীল আহরার আল-শাম গ্রুপ জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে বোমাবর্ষণ বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ বন্ধ করবে না তারা। তবে সাধারণ মানুষদের জন্য নিরাপদে সীমান্ত পার হওয়ার সুযোগ রয়েছে।
সিরিয়ার উত্তরাঞ্চলের সাতটি বিদ্রোহী গ্রুপের সংগঠন ফায়লাক আল-শামও যুদ্ধ বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে।
সিরিয়ায় সাধারণ মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে গত বৃহস্পতিবার জার্মানিতে অনুষ্ঠিত এক বৈঠক থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় বিশ্বের শক্তিশালী দেশগুলো। তবে এই বৈঠকে সিরিয়ার সরকার বা বিদ্রোহীদের কোনো অংশগ্রহণ ছিল না।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন