শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৫৩:২০

জেল ভাঙার ছক বানচাল

জেল ভাঙার ছক বানচাল

আন্তর্জাতিক ডেস্ক : ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ড্যানিয়েল পার্লকে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক জঙ্গিকে ছাড়ানোর জন্য জেল ভাঙার ছক বানচাল করে দিয়েছে পাকিস্তান৷ শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর সূত্রে বিবৃতি দিয়ে এ কথা জানানো হল৷ টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

পাকিস্তানের হায়দরাবাদ সেন্ট্রাল জেলে বন্দি আহমেদ ওমর সাইদ শেখ নামে ওই জঙ্গিকে ছাড়ানোর জন্য তিনটি জঙ্গি সংগঠন, আল কায়দা, লস্কর-ই-জঙ্গভি এবং তেহরিক-ই-তালিবান একজোট হয়ে ছক কষেছিল৷ পরিকল্পনাটি কার্যকর হওয়ার খুব কাছাকাছি এসে গিয়েছিল বলে পাকিস্তান সেনাবাহিনীর সূত্রে দাবি করা হয়৷ করাচিতে একটি সাংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল অসীম বাজওয়া বলেন, 'আল কায়দার এক নেতা মুসানাহ এই চক্রান্তের মূল হিসেবে জানা যায়৷ সেই এই হামলারন সব খরচ জোগাড় করছিল৷ তাকে সাহায্য করছিল লস্কর-ই-জঙ্গভির সহ-প্রধান নাঈম বুখারি৷'

মুসানাহ, বুখারি ও ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আরো এক জঙ্গি হুজাইফাকে এ দিন সংবাদমাধ্যমের সামনে হাতকড়া পরা অবস্থায় প্যারেড করানো হয়৷ তারা দু'টি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে জেলের গেট ভেঙে ঢোকার পরিকল্পনা করেছিল বলে দাবি বাজওয়ার৷ জেলের দখল নেয়ার পরে বন্দিদের মধ্যে কাকে কাকে মেরে ফেলা হবে, তার একটি তালিকাও নাকি তৈরি করেছিল ওই জঙ্গিরা৷
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে