শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:০৫:৪৮

দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব

দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে আটটি এফ-১৬ যুদ্ধ বিমান বিক্রির সিদ্ধান্তে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ভারত।

শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জানায়, ওবামা প্রশাসন পাকিস্তানের কাছে আটটি যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্তে আমরা হতাশ।  এ অস্ত্রের জোগান সন্ত্রাস কমাবে বলে যে দাবি ওবামা প্রশাসন করছে আমরা সেটা মানি না।

নয়াদিল্লি জানায়, গত কয়েক বছর সীমান্তের ও পারে পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদকে মদদ জুগিয়ে এসেছে এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তি ধোপে টেকে না।

যদিও ওবামা প্রশাসনের যুক্তি, পাকিস্তানকে যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত উপমহাদেশের মৌলিক সামরিক ভারসাম্য মোটেও নষ্ট করবে না।  বরং প্রতিবেশি রাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করবে।
১৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে