শনিবার, ১১ মে, ২০২৪, ১২:৪৫:২৬

নিহতের সংখ্যা ১২৬, নিখোঁজ প্রায় ১৪১ জন

নিহতের সংখ্যা ১২৬, নিখোঁজ প্রায় ১৪১ জন

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ বন্যায় আরও বিপর্যস্ত ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্র্যান্ডে ডো সুল। আরও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় পানি বাড়ার শঙ্কায় বানভাসীরা। এদিকে মৃতের সংখ্যা ঠেকেছে ১২৬ জনে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসির।

বেসামরিক প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। চারদিকে পানি আর পানি। তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। পানিবন্দি দেশটির লাখ লাখ বাসিন্দা। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১শ। নিখোঁজ প্রায় ১৪১ জন। বাস্তুহারা হয়েছেন প্রায় সাড়ে ৩ লাখ।

 এরমধ্যে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর। সবচেয়ে বেশি দুর্ভোগে আছে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্র্যান্ডে ডো সুলের বাসিন্দারা। আশঙ্কা করা হচ্ছে, প্রদেশের রাজধানী পোর্তো অ্যালেগ্রে এবং আশেপাশের শহরে পানির স্তর আরো বাড়তে পারে। এদিকে, বন্যার কারণে বিকল হয়ে পড়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা। সঙ্কট দেখা দিয়েছে নিরাপদ খাদ্য ও পানির।

দুর্গতদের সাহায্যে উদ্ধারকর্মীদের পাশাপাশি এগিয়ে এসেছে স্থানীয় প্রশাসনসহ বিমান বাহিনী এবং ক্রীড়াবিদেরা। ত্রাণ বিতরণ, মানুষ ও পোষা প্রাণিদের উদ্ধারের সহায়তার পাশাপাশি অনুদান নিয়েও এগিয়ে এসেছেন অনেক খেলোয়াড়। আসন্ন অলিম্পিকের স্বপ্নকে দূরে ঠেলে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তারা।

এদিকে, বন্যায় যোগাযোগ বিচ্ছিন্ন শহর সাও জেরোনিমোতে হেলিকপ্টারে ত্রাণ সরবরাহ করছে দেশটির বিমানবাহিনী। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টিতে শহরটির পাশে বয়ে যাওয়া জাকুই নদীর পানি ফুলে ফেপে উঠেছে। এতে ডুবে গেছে অসংখ্য ঘরবাড়ি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে