শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৪৮:৩২

‘পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র ঘোষণা দেয়া উচিত’

‘পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র ঘোষণা দেয়া উচিত’

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করা উচিত। গত তিনদিন ধরে ডেভিড হেডলির বিস্ফোরক সাক্ষ্যদানের ভিত্তিতে শনিবার এমনই দাবি জানাল বিজেপি। পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইএসআই জঙ্গি গোষ্ঠীগুলির প্রতিষ্ঠাতা বলেও অভিযোগ তোলে বিজেপি।

২৬/১১ হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলি গত তিনদিন ধরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুম্বাই আদালতে সাক্ষ্যদান করেছে। পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই যে বিভিন্ন জঙ্গিগোষ্ঠী এবং নাশকতার সঙ্গে জড়িত, তা ব্যক্ত করেছে হেডলি। এর পরিপ্রেক্ষিতেই এদিন বিজেপির সর্বভারতীয় সেক্রেটারি সিদ্ধার্থনাথ সিং সাংবাদিকদের বলেন, পাকিস্তানের মাটিতেই যে নাশকতার পরিকল্পনা হয়েছে, তা এতদিন ধরে অস্বীকার করেছে পাকিস্তান। ‘নন-স্টেট অ্যাক্টর’-এর অভিনয় করে নিজেদের দায় অস্বীকার করে সকলকে ভুল পথে চালিত করেছে। পাকিস্তানে কোনো অরাজকীয় সংগঠন নেই, কেবল সীমান্তের ওপারে আইএসআই-ই যে জঙ্গিদের প্রতিষ্ঠাতা, তা হেডলির বয়ানেই প্রমাণ হয়ে গিয়েছে। তাই অবিলম্বে ভারতের এই সুযোগ গ্রহণ করে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া উচিত এবং জঙ্গি রাষ্ট্র হিসাবে পাকিস্তানের নাম ঘোষণা করা উচিত বলেও দাবি জানান সিদ্ধার্থনাথ।

যদিও ডেভিড হেডলির দেয়া সাক্ষাৎকারের এক বিন্দুও বিশ্বাস করা উচিত নয় বলে দাবি জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ। তার কথায়, ‘যতক্ষণ না পর্যন্ত আমাদের তদন্ত এবং আমাদের গোয়েন্দা বাহিনী একই কথা বলছে, ততক্ষণ পর্যন্ত সে (হেডলি) যা বলেছে, আমি বিশ্বাস করি না।’ বর্তমানে হেডলি পুলিশের হেফাজতে রয়েছে। তাই তাকে দিয়ে জোর করে যা খুশি বলানো যেতে পারে বলেও মন্তব্য করেছেন সাবেক এই পাকিস্তানি প্রেসিডেন্ট।  
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে