রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৫৭:২৮

সৌদিকে দুর্বল ও একঘরে করতে ইউরোপে তেল ঢালছে ইরান

সৌদিকে দুর্বল ও একঘরে করতে ইউরোপে তেল ঢালছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সুন্নী মুসলিম দেশ সৌদি আরবকে চাপে ফেলতে ইউরোপে তেল ঢালছে প্রতিদ্বন্দ্বী শিয়া দেশ ইরান। রিয়াদকে দুর্বল ও নিসঙ্গ করতে নতুন করে তেলরাজনীতি শুরু করেছে তেহরান।

নিষেধাজ্ঞা উঠে যার পর এই প্রথম ৪০ লাখ ব্যারেল তেল নিয়ে ইউরোপের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে ইরানি কয়েকটি ট্যাংকার । এসব ট্যাংকার থেকে ফ্রান্স, স্পেন ও রাশিয়ার চারটি তেল কোম্পানিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরিশোধিত তেল সরবরাহ করা হবে। ইরানের জাতীয় তেল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রোকনুদ্দিন জাওয়াদি এ ঘোষণা দিয়েছেন।

তিনি ইরানের জ্বালানি নিউজ নেটওয়ার্ক ‘শানা’কে জানান, মোট তেলের মধ্যে ২০ লাখ ব্যারেল কিনেছে ফ্রান্সের টোটাল কোম্পানি এবং বাকি ২০ লাখ ব্যারেল কিনেছে স্পেন ও রাশিয়ার দুটি কোম্পানি। এসব তেল ইউরোপে শোধন করা হবে।

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর গত বৃহস্পতিবার দেশটি প্রথমবারের মতো ইউরোপীয় ক্রেতাদের জন্য প্রতিযোগিতামূলক দাম ঘোষণা করেছে। সৌদি আরবের চেয়ে প্রতি ব্যারেলে এক ডলার কম দাম ধরা হয়েছে।

গত ১৮ জানুয়ারি রোকনুদ্দিন জাওয়াদি জানিয়েছিলেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইরানের তেল মন্ত্রণালয় প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল তেল উত্তোলন বাড়ানোর নির্দেশ দিয়েছে। নিষেধাজ্ঞা পরবর্তী ছয় মাসের মধ্যে ইরান প্রতিদিন দশ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।
১৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে