রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৪৪:৫৭

একসঙ্গে ৫০ গাড়ির সংঘর্ষ

একসঙ্গে ৫০ গাড়ির সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক : একটি নয়, দু’টি নয়, এক নাগারে ৫০টি গাড়ির মধ্যে সংঘর্ষ। আর এ সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে অন্তত ৩জন। এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার সড়কে।

ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আর তুষারপাতের কারণে একে অপরের সঙ্গে ধাক্কা খেতে থাকে গাড়িগুলো। এক পর্যায়ে সড়কে গাড়ির স্তূপ জমে যায়। তিনটি লেনে বিধ্বস্ত ট্রাক আর গাড়ি ছড়িয়ে পড়ে।

পেনসিলভানিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, ওই সংঘর্ষের ঘটনায় আহত ৪০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া ৭০ জনকে অস্থায়ী সেবাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

পেন স্টেট হার্শে মেডিকেল সেন্টারের এক মুখপাত্র জানান, তাদের হাসপাতালে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয়েছে। এছাড়া আরও তিন গুরুতর আহত ও চারজন সামান্য আঘাতপ্রাপ্ত ব্যক্তিকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাড়িচালক অ্যাশলে ফিশার বলেন, ‘হঠাৎ করে তুষার পড়তে শুরু করে এবং সামনের সব কিছু সাদা হয়ে যায়। মনে হচ্ছিলো আমাদের সামনের গাড়িটি অদৃশ্য হয়ে গেছে। আমরা কোনওরকমে থামতে পারলেও বেশ কিছু গাড়ি একটি আরেকটির সঙ্গে ধাক্কা খেতে থাকে। ওখানে পুরোপুরি জটলা হয়ে গেছে।’
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে