রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১৮:৪৩

মোদীর ভুল শুভেচ্ছায় হাস্যরসের সৃষ্টি

মোদীর ভুল শুভেচ্ছায় হাস্যরসের সৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এই শুভেচ্ছা টুইটার বার্তার মাধ্যমে জানান। তবে এ দিন ঘানির জন্মদিন ছিল না! এ নিয়ে এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে চলছে তুমুল আলোচনা।

শুক্রবার আশরাফ ঘানিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মোদি টুইটারে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, আপনার দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য ও আনন্দময় ভবিষ্যতের কামনা করছি।’

আশরাফ ঘানি অবশ্য সৌজন্যতার খাতিরে মোদির শুভেচ্ছা গ্রহণ করেছেন। তবে তিনি জানিয়েছেন, তার জন্মদিন আসলে ১৯ মে, ১২ ফেব্রুয়ারি নয়।

জন্মতারিখের এই ভুলটার কারণ হিসেবে বলা হচ্ছে, গুগলে আফগান প্রেসিডেন্টের জন্মদিন হিসেবে ১২ ফেব্রুয়ারি লেখা আছে। তবে, মোদি নিজেই এই টুইট লিখেছিলেন কি না, তা জানা যায়নি। সাধারণত মোদির সামাজিক যোগাযোগমাধ্যম ম্যানেজার হিরেন জোশি এই  টুইটগুলো লিখে থাকেন।

এ ছাড়া, আশরাফ ঘানিও ওই টুইট লিখেছেন বলে নিশ্চিত হওয়া যায়নি। সাধারণত ঘানি নিজে কিছু পোস্ট করলে তাতে ‘এজে’ লিখে থাকেন।

ভারতে ২ কোটি ২২ লাখ টুইটার ব্যবহারী আছেন। আর আফগান প্রেসিডেন্টের রয়েছে ১ লাখ ৭৬ হাজার ফলোয়ার। ফলে দুই প্রেসিডেন্টের এই টুইট বার্তা অনেক ব্যবহারকারীর নজরে পড়েছে।

আশরাফ ঘানির উদ্দেশে ভারতীয় এক টুইটার ব্যবহারকারী লিখেছেন,‘আপনার জন্মদিন কবে তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। যদি আমাদের প্রধানমন্ত্রী আজ আপনাকে শুভেচ্ছা জানিয়ে থাকেন, তাহলে আজই আমরা আপনার জন্মদিন পালন করব।’
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে