মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ১০:৩৭:১৬

একক ভিসার বহির্গমন ছাড়পত্র কার্যক্রম, বাংলাদেশি কর্মীদের সুখবর দিল সৌদি

একক ভিসার বহির্গমন ছাড়পত্র কার্যক্রম, বাংলাদেশি কর্মীদের সুখবর দিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : সুখবর, সৌদি আরবে বাংলাদেশি কর্মী পাঠাতে একক ভিসার বহির্গমন ছাড়পত্র কার্যক্রম মঙ্গলবার (২৫ জুন) থেকে আবারও চালু হচ্ছে। এতে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সত্যয়ন বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অনুমতি লাগবে না।

সোমবার (২৪ জুন) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন বা মন্ত্রণালয়ের অনুমতি ব্যতীত একক ভিসার বর্হিগমন ছাড়পত্রসহ সব বর্হিগমন কার্যক্রম বন্ধ্য/স্থগিত রাখা হয়েছিল।

এই সমস্যার সমাধানে আজ বায়রার সভাপতি মোহাম্মদ আবুল বাশারের নের্তৃত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সচিব ও মহাপরিচালকের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রতিমন্ত্রী মঙ্গলবার থেকে আগের মতো একক ভিসার দ্রুত বহির্গমন ছাড়পত্র কার্যক্রম পুনরায় চালুর নিমিত্তে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে