সোমবার, ০৮ জুলাই, ২০২৪, ১২:১১:২০

ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো নার্সিং হোমজুড়ে, নিহত ১০

ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো নার্সিং হোমজুড়ে, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : উরুগুয়েতে নার্সিং হোমে আগুন লেগে ১০ বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার সকালে পূর্ব উরুগুয়ের ট্রেইন্টা ওয়াই ট্রেসে এই ঘটনা ঘটে। তবে স্থানীয় কর্তৃপক্ষ এবং মিডিয়া জানিয়েছে, আগুন লাগার কারণ এখনও অস্পষ্ট। মৃতদের মধ্যে আটজন নারী ও দুইজন পুরুষ।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নার্সিং হোমে প্রধান প্রবেশদ্বারটি বন্ধ দেখতে পান। ভেতরে প্রবেশ করার পরে তারা বসার ঘরে আগুন দেখতে পান এবং এ সময় পুরো নার্সিং হোমজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল।

মৃতদের মধ্যে সাতজন ধোঁয়ায় নিঃশ্বাস আটকে ঘটনাস্থলেই মারা যান এবং অন্য তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কেউই বাঁচেননি। আগুন ছড়িয়ে পড়ার পর ২০ বছর বয়সী তত্ত্বাবধায়ক গ্যারেজ দিয়ে নিরাপদে বের হয়ে যেতে পেরেছিলেন।

এ ঘটনায় ট্রেইন্টা ওয়াই ট্রেসে শহরে সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে। শহরটিতে প্রায় ২৫ হাজার লোক বসবাস করে।  সরকার সোশ্যাল মিডিয়ায় তিন দিনের এই শোক ঘোষণা করেছে। তবে আগুন লাগার কারণ বা অন্যরা আহত হয়েছে কিনা তা নির্দিষ্ট করে বলেননি।

এর আগে উরুগুয়ের পূর্বাঞ্চলীয় মেলো শহরে বয়স্ক এবং মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের আরেকটি নার্সিং হোমে আগুন লাগার ঘটনা ঘটে। সেই ঘটনার মাত্র দশ দিন পরই আবার এই আগুনের ঘটনা ঘটল।

দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ের মোট জনসংখ্যা ৩৪ লাখ। আর তাদের মধ্যে ১৬ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি, আর এই অনুপাত ক্রমেই বাড়ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে