মঙ্গলবার, ০৯ জুলাই, ২০২৪, ০২:৪২:৫১

এবার বাজারে Realme GT 6, টেক্কা দেবে OnePlus Ace 3 Pro ফোনকেও!

এবার বাজারে Realme GT 6, টেক্কা দেবে OnePlus Ace 3 Pro ফোনকেও!

আন্তর্জাতিক ডেস্ক : যারা রিয়েলমি ব্র্যান্ডের জিটি সিরিজের স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্য সুখবর রয়েছে। কোম্পানিটি জিটি সিক্স স্মার্টফোন আজ অফিশিয়াল লঞ্চ করছে। তবে আপাতত এটি শুধুমাত্র চীনে লঞ্চ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে রিয়ালমির নতুন স্মার্টফোন বাজারে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে।

ওয়ান প্লাস ব্র্যান্ডের Ace 3 Pro স্মার্টফোনের সাথে রিয়েলমির নতুন ফোন সরাসরি প্রতিদ্বন্দিতা করবে। ওয়ানপ্লাসের ফোনটি গত মাসে লঞ্চ করা হয়েছিল। এটির দাম এবং রিয়েলমির স্মার্টফোনটির দাম প্রায় একই। ওয়ানপ্লাসের স্মার্টফোনটি চায়নায় তিনটি ভেরিয়েন্টে ক্রয় করতে পাওয়া যাবে।

প্রথম ভেরিয়ান্ট হচ্ছে ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের স্মার্টফোন। দ্বিতীয়টি 16 জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের ভেরিয়েন্ট। এবং সর্বশেষ ভ্যারিয়েন্টের স্মার্টফোনে রয়েছে ২৪ জিবি র‌্যাম এবং এক টেরাবাইট স্টোরেজ।

ধারণা করা হচ্ছে জিটি সিক্স স্মার্টফোনে ২৪ জিবি র‌্যাম এবং এক টেরাবাইট স্টোরেজ দেওয়া থাকবে। তবে চীনের বাইরে যারা রয়েছেন তাদের দুশ্চিন্তার কারণ হচ্ছে যে, ওয়ান প্লাস এবং রিয়েলমির এ দুটি স্মার্টফোন চীনের বাইরের মার্কেটে আসবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

রিয়েলমির স্মার্টফোনটিতে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। পাশাপাশি ১.৫ কে রেজুলেশন ও ১৪৪ হার্জের রিফ্রেশ রেটের ফিচার রয়েছে। শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট জেন ৩ চিপসেট দিয়ে স্মার্টফোনটি পরিচালিত হবে।

নতুন স্মার্টফোনে ৫৮০০ মেগাহার্জ এর বিশাল ব্যাটারি এবং ১২০ ওয়াট এর ফাস্ট চার্জিং ফিচার অফার করা হচ্ছে। স্মার্টফোনের পেছনে ৫০ মেগাপিক্সেলের সনি লেন্স ইন্সটল করা হয়েছে। এখানে অপটিক্যাল ইমেজ স্টপেলাইজেশন এর ফিচার দেওয়া হয়েছে।

যারা সেলফি তুলতে পছন্দ করেন তাদের জন্য স্মার্টফোনের সামনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। স্মার্টফোনের দাম হবে ৪৪০ ডলার। কালো, সবুজ এবং বেগুনি রঙের তিনটি ভেরিয়েন্টে স্মার্টফোনটি বাজারে ক্রয় করতে পাওয়া যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে