শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ০৫:৩১:৩৯

ছেলের বিয়েতে কত টাকা খরচ করছেন আম্বানি জানলে অবাক হবেন

ছেলের বিয়েতে কত টাকা খরচ করছেন আম্বানি জানলে অবাক হবেন

আন্তর্জাতিক ডেস্ক : ভারত তথা বিশ্বের অন্যতম একজন ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে আজ। এই হাইভোল্টেজ বিয়ের অনুষ্ঠানে নজর রয়েছে গোটা বিশ্বের। সাত মাস ধরে চলছে বিয়ের অনুষ্ঠান। হলিউড-বলিউডের তারকা সমাবেশে এর আগে দুইবার প্রাক-বিবাহ অনুষ্ঠানও হয়ে গেছে।

এবার চূড়ান্ত বিয়ের পালা। আজ শুক্রবার (১২ জুলাই) মুম্বাইয়ে বসছে বিয়ের আসর। মেগা এই আয়োজনে হাজির থাকছেন বিশ্ব অঙ্গনের গুরুত্বপূর্ণ সব ব্যক্তিত্ব ও নামি-দামি তারকারা।

চলতি বছর মার্চ মাসে জামনগর থেকে শুরু হয়েছিল অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং অনুষ্ঠান। সেখানে পারফর্ম করেছিলেন হলিউডের পপতারকা রিহানা। উপস্থিত ছিলেন মার্ক জাকারবার্গ থেকে শুরু করে বিল গেটসসহ একাধিক বিদেশি অতিথি। তা ছাড়া বলিউড তারকারা তো ছিলেনই। তিন দিন ধরে চলেছিল সেই সেলিব্রেশন।

তারপর দ্বিতীয় প্রি-ওয়েডিং সেলিব্রেশন শুরু হয় ফ্রান্সে। সেখানে বিলাসবহুল ক্রুজে পার্টি করেন আম্বানিরা। সেখানেও পারফর্ম করেছে হলিউড পপ তারকা পিট বুল, শাকিরাসহ একাধিক বিশ্ব তারকা। 

সম্প্রতি বিয়ের চূড়ান্ত পর্বের মধ্যে সংগীত আয়োজনে হাজির ছিলেন বিশ্বখ্যাত পপতারকা জাস্টিন বিবার। সেখানেও ছিল হলিউড-বলিউডের তারকাদের ছড়াছড়ি।

এবার চূড়ান্ত বিয়ে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই বিয়েতে ৪০০০ থেকে ৫০০০ কোটি টাকা খরচ করেছে আম্বানি পরিবার। আম্বানিদের সম্পদের ০.০৫ শতাংশ খরচ হয়েছে এই বিয়েতে। মুকেশ আম্বানির সম্পদ একরকম আকাশছোঁয়া বলা যায়। 

ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, চলতি বছর মুকেশ আম্বানির মোট সম্পত্তির হিসাব দাঁড়িয়েছে ১০,১৮,৬১২ কোটি টাকা। সেই হিসাবে ধনকুবেরের কাছে ৫০০০ কোটি টাকা সামান্যই বলা যায়।

এদিকে আজ অনন্ত-রাধিকার বিয়েতে নরেন্দ্র মোদি আসবেন নবদম্পতিকে আশীর্বাদ দিতে। সেই হিসেবে এই বিয়ের সবচেয়ে হাইপ্রোফাইল অতিথি হতে চলেছেন তিনিই। এদিকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই এই বিয়েতে যোগ দিতে পৌঁছে গিয়েছেন মুম্বাইয়ে।

অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়েতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে রয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, ঠাকরে পরিবার এবং দেবেন্দ্র ফড়নবিস, যাদের প্রত্যেককে আম্বানিরা ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন। 

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এবং টনি ব্লেয়ার,  পিটার ডায়মান্ডিস, শিল্পী জেফ কুনস, কোচ জে শেঠি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। 

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট দীর্ঘদিন ধরে প্রেম করার পর ২০২৩ সালে বাগদান সারেন। এই জুটি ২০২৪ সালের মার্চ মাসে জামনগরে তাঁদের প্রথম প্রাক-বিবাহের প্রথম অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন এবং তারপরে ইতালিতে আরেকটি তাক লাগানো প্রি-ওয়েডিং সম্পন্ন হয় দুজনের। 

আজ শুক্রবার (১২ জুলাই) হিন্দু ধর্মীয় রীতিতে গাঁটছড়া বাঁধতে চলেছেন তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে