শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ০৮:৪৭:৫৫

বড় দুঃসংবাদ আইফোন ব্যবহারকারীদের জন্য, আছেন যে ঝুঁকিতে, সতর্কতা জারি

বড় দুঃসংবাদ আইফোন ব্যবহারকারীদের জন্য, আছেন যে ঝুঁকিতে, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক : বড় দুঃসংবাদ, আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে অ্যাপল। ক্ষতিকর ‘মার্সেনারি’ স্পাইওয়্যারের মাধ্যমে আইফোনে সাইবার হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি।

হামলার বিষয়ে ব্যবহারকারীদের বার্তা পাঠানো শুরু করেছে কোম্পানি। ৯৮টি দেশে সাইবার হামলার বার্তা পাঠিয়েছে গুগল। প্রত্যেকটি দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য এই সতর্কবাণী জারি করেছে মার্কিন সংস্থাটি।

 হামলা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে অ্যাপল জানিয়েছে, যেসব সাইবার অপরাধী পেগাসাসের মতো স্পাইওয়্যার ব্যবহার করে তারাই মূলত মার্সেনারি স্পাইওয়্যার হামলা চালাচ্ছে। এ ধরনের সাইবার আক্রমণের ঘটনা সাধারণ নয়, বরং খুব কম দেখা যায়। এ হামলায় সুনির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানো হয়।

 সংস্থাটি আরও জানিয়েছে, এই হামলায় হ্যাক হতে পারে অ্যাপল আইডি। তারপর সেটি কাজে লাগিয়ে ফোনে অসাধু কার্যকলাপ করতে পারে হ্যাকাররা। ফাঁস হতে পারে ব্যক্তিগত তথ্য। যে কেউ এই সাইবার হানার মুখে পড়তে পারেন। এই ধরনের হামলা শনাক্ত করা বেশ কঠিন কাজ। তাই সতর্কবার্তাটি গুরুত্ব সহকারে নেবেন।

অ্যাপলের কর্মকর্তারা পরিচয় প্রকাশ না করার শর্তে বলছেন, অ্যাপলের প্রতি প্রান্তিক নিরাপত্তা হালনাগাদের অংশ হিসেবে এই সতর্কবার্তা পাঠানো হয়েছে। তবে কবে এ হামলা হতে পারে, এমন কোনো সম্ভাব্য সময় জানানো হয়নি। অর্থাৎ সতর্কবার্তা পাওয়ার আগেই আইফোন ব্যবহারকারী এ হামলার শিকার হতে পারেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে