মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ০৯:৪১:১২

ব্যাপক বৃষ্টি ও বজ্রঝড়ে ৩৫ জনের মৃত্যু, আহত দুই শতাধিক মানুষ

ব্যাপক বৃষ্টি ও বজ্রঝড়ে ৩৫ জনের মৃত্যু, আহত দুই শতাধিক মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ব্যাপক বৃষ্টি ও বজ্রঝড়ে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ। দেশটির পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের পর হতাহতের এই ঘটনা ঘটে।

সোমবার (১৫ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টির পর সোমবার অন্তত ৩৫ জন নিহত ও আরও ২৩০ জন আহত হয়েছেন বলে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন।

দেশটির তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান কুরাইশি বদলুন এএফপিকে জানিয়েছেন, ‘সোমবার সন্ধ্যায় বজ্রঝড়ের কারণে সৃষ্ট বৃষ্টিতে জালালাবাদ এবং নানগারহার’ প্রদেশের কিছু জেলায় ৩৫ জন নিহত এবং আরও ২৩০ জন আহত হয়েছেন।

বদলুন বলেন, প্রবল ঝড় ও বৃষ্টির কারণে গাছ, দেওয়াল ও মানুষের বাড়ির ছাদ ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আহতদের পাশাপাশি নিহতদের মৃতদেহ নাঙ্গারহার আঞ্চলিক হাসপাতাল এবং ফাতিমা-তুল-জাহরা হাসপাতালে আনা হয়েছে।

এর আগে আফগানিস্তানে গত মে মাসে আকস্মিক বন্যায় শত শত লোক প্রাণ হারিয়েছিল। সেসময় দেশটির অনেক অঞ্চলের কৃষিজমি জলাবদ্ধ হয়ে পড়ে।

দরিদ্র এই দেশটির জনসংখ্যার ৮০ শতাংশ বেঁচে থাকার জন্য কৃষিকাজের ওপর নির্ভর করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে