শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১০:৩০:১৮

মর্মান্তিক গাড়ী দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু

মর্মান্তিক গাড়ী দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : চীনের মধ্যাঞ্চলের একটি প্রধান শহরে পথচারীদের ওপর একটি গাড়ির আচমকা ধাক্কায় অন্তত আটজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। 

শনিবার স্থানীয় সময় ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। তবে চালক ইচ্ছাকৃতভাবে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন কি না তা জানা যায়নি।

দেশটির পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, হুনান প্রদেশের রাজধানী চাংশায় মধ্যরাতের পরপরই এই দুর্ঘটনা ঘটেছে।

বিবৃতিতে পুলিশ বলেছে, রাতে আচমকা একটি মোটর গাড়ি পথচারীদের ধাক্কা দিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় আটজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‘‌‌‘ওই এলাকায় বসবাসকারী ৫৫ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে,’’ বলে বিবৃতিতে বলা হয়েছে।

কঠোর নিরাপত্তা ব্যবস্থার অভাবে চীনে প্রায়ই এই ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটিতে অতীতে যানবাহন ব্যবহার করে হামলার ঘটনারও রেকর্ড রয়েছে। তবে শনিবার রাতের এই ঘটনা উদ্দেশ্যমূলক কি না সেই বিষয়ে পুলিশ কোনও ইঙ্গিত দেয়নি। সূত্র: এএফপি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে