বৃহস্পতিবার, ০১ আগস্ট, ২০২৪, ০৯:৫৭:৫৭

এবার যে ধরণের ভিসা ইস্যুতে বড় সুখবর দিলো আরব আমিরাত

এবার যে ধরণের ভিসা ইস্যুতে বড় সুখবর দিলো আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক : বড় সুখবর, রেসিডেন্সি ভিসা লঙ্ঘনকারীদের জন্য দুই মাসের ‘গ্রেস পিরিয়ড’ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। ঘোষণা অনুযায়ী, যেসব প্রবাসীর রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা কোনো জরিমানা ছাড়াই এই সময়ের মধ্যে নিজেদের ভিসা নিয়মিত করতে পারবেন। চাইলে নিজ দেশেও ফিরতে পারবেন তারা।

সংবাদমাধ্যম খালিজ টাইমস বৃহস্পতিবার (১ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে এই ‘গ্রেস পিরিয়ড’ শুরু হবে, যা পরবর্তী দুই মাস পর্যন্ত থাকবে।

 এ নিয়ে আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, কাস্টমস ও বন্দর সার্ভিস নির্বাহী কর্তৃপক্ষের (আইসিপি) বিবৃতিতে বলা হয়েছে, আইন অনুযায়ী রেসিডেন্সি আইন ভঙ্গকারীদের নতুন সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কীভাবে এ প্রক্রিয়া কাজ করবে তা পরে জানানো হবে। 

যারা নির্দিষ্ট সময়ের মধ্যে আমিরাত ছাড়েন না বা ভিসার মেয়াদ শেষ হয়ে যায়— তখন ভিসা নবায়ন করতে তাদের জরিমানা দিতে হয়।

আর যেসব প্রবাসীর রেসিডেন্স ভিসার মেয়াদ শেষ হয়ে যায় অথবা বাতিল হয়ে যায়, তাদের ভিসা নবায়ন করতে ছয় মাসেরও বেশি সময় দেয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে