সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৪০:৩৮

এবার সপ্তাহে ৩ দিন ছুটি ঘোষণা সৌদি কোম্পানির

এবার সপ্তাহে ৩ দিন ছুটি ঘোষণা সৌদি কোম্পানির

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে সপ্তাহে তিনদিন ছুটির সংস্কৃতি চালুর প্রবণতা ক্রমবর্ধমান। অনেকেই মনে করেন, সাপ্তাহিক ছুটি বেশি হলে কর্মীদের মানসিক ও শারীরিক পুনর্গঠন সহজ হয় এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। এই ভাবনা অনুসরণ করে এবার সৌদি আরবও সপ্তাহে তিনদিন ছুটির দিকে এগিয়ে যাচ্ছে। দেশটির একটি কোম্পানি এই নিয়মের যাত্রা শুরু করেছে।

রোববার (৮ সেপ্টেম্বর) গালফ নিউজ এর এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী রিয়াদভিত্তিক প্রতিষ্ঠান এআই কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজম্যান্ট প্লাটফর্ম লুসিডিয়া সৌদির প্রথম কোনো কোম্পানি হিসেবে কর্মীদের সপ্তাহে তিনদিন ছুটি দেয়ার ঘোষণা দিয়েছে।

এ সিদ্ধান্তের ফলে লুসিডিয়ার কর্মীরা এখন থেকে সপ্তাহে চারদিন কাজ করবেন এবং বাকি তিনদিন ছুটি উপভোগ করবেন। এর আগে সৌদিতে সাপ্তাহিক ছুটি ছিল দুই দিন।

সৌদি আরবের মানব সম্পদ বিশেষজ্ঞ ড. খালিল আল থিয়াবি সৌদির সাপ্তাহিক ছুটি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যেহেতু জি-২০ জোটের দেশগুলোতে শনিবার ও রোববার সাপ্তাহিক বন্ধ দেওয়া হয়। যদি তাদের সঙ্গে মিলিয়ে সৌদিতেও এটি করা যায় তাহলে এটি দেশের অর্থনীতির জন্য ভালো হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে