মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৫০:২৯

ভিডিও বার্তায় সুখবর দিলেন ব্রিটিশ রাজবধূ কেট

ভিডিও বার্তায় সুখবর দিলেন ব্রিটিশ রাজবধূ কেট

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন কেমোথেরাপি নেওয়ার মাধ্যমে ক্যান্সারমুক্ত হয়েছেন। সোমবার এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন কেট নিজে। সুস্থ হওয়ায় আগামী কয়েক মাসের মধ্যে নির্দিষ্ট কিছু অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার বিবিসি জানিয়েছে, এক ভিডিও বার্তায় সুখবর দিয়েছেন ব্রিটিশ রাজবধূ কেট। কেমোথেরাপির কোর্স শেষ হয়েছে জানিয়ে প্রিন্সেস অব ওয়েলস বলেছেন, গত ৯ মাস আমার এবং পরিবারের জন্য ‘ভয়ংকর’ এবং ‘খুবই কঠিন’ সময় ছিল এবং "যে জীবন আপনি জানেন তা মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, কেটের স্বাস্থ্যের সর্বশেষ আপডেটটি চিকিৎসার অগ্রগতি সম্পর্কে একটি ইতিবাচক বার্তা পাঠালেও সুস্থ হতে তাঁর এখনো অনেক পথ বাকি রয়ে গেছে। কেনসিংটন প্যালেস ইঙ্গিত দিয়েছে, কেট ক্যানসারমুক্ত কি-না, তা এখনই বলা সম্ভব নয়। 

নরফোকে ধারণ করা অত্যন্ত ব্যক্তিগত ওই ভিডিও বার্তায় নিজের ক্যানসারের অভিজ্ঞতাকে বর্ণনা করতে গিয়ে ঝোড়ো জলোচ্ছ্বাস, জটিল, ভীতিকর-এমন বিভিন্ন বিশেষণ ব্যবহার করেছেন রাজবধূ। তিনি বলেছেন, ‘ধীর পায়ে এটি আপনাকে আপনার নিজের দুর্বলতার সঙ্গে এমনভাবে মুখোমুখি করে, যা আপনি আগে কখনো ভাবেননি। একই সঙ্গে সবকিছুর ওপর এটি একটি নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয়।’ 

ভিডিওটিতে এটাই পরিষ্কার হয়েছে যে, চলমান চিকিৎসায় কেমোথেরাপি পর্ব শেষ করতে পেরে অত্যন্ত আনন্দিত এখন কেট। ভিডিওতে পরিবারের সঙ্গে তাকে গাড়ি চালাতে এবং হাঁটতেও দেখা গেছে। আর বলতে শোনা গেছে, ‘আমি আপনাদের বলে বোঝাতে পারব না যে, গ্রীষ্ম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার কেমোথেরাপির চিকিৎসা শেষ করা কতটা স্বস্তির বিষয়।’ 

আশা করা হচ্ছে, চলতি বছরেরই শেষ দিকে খুব অল্পসংখ্যক অনুষ্ঠানে হাজির হতে পারেন। তবে রাজপ্রাসাদ সূত্রগুলো জোর দিয়ে জানিয়েছে, কেটের সুস্থ হতে আরও অনেক পথ বাকি। আগামী কয়েক মাস তিনি তার স্বাস্থ্যের ওপরই সবচেয়ে বেশি মনোযোগ দেবেন। 

এ বিষয়ে কেট নিজেও বলেছেন, ‘নিরাময় এবং সম্পূর্ণরূপে ফিরে আসার জন্য আমার পথ দীর্ঘ এবং আমাকে অবশ্যই প্রতিটি দিন যেমন আসে তেমনি নিতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে