শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০৩:৪৬

কলকাতা পুলিশের অবস্থাও হবে ডিবি হারুনের মতো, শুভেন্দুর কঠিন হুশিয়ারি

কলকাতা পুলিশের অবস্থাও হবে ডিবি হারুনের মতো, শুভেন্দুর কঠিন হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল আরজি করের ইন্টার্ন চিকিৎসক ধ''র্ষ''ণ ও হ'ত্যা মামলায় আবারও কলকাতা পুলিশকে উদ্দেশ করে সতর্কবাণী শোনালেন বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নৈহাটিতে বিজেপির এক জনসভায় হাজির হয়ে কলকাতা পুলিশকে উদ্দেশ করে শুভেন্দু আবারও একবার বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের পর বাংলাদেশ পুলিশের পরিণতির কথা মনে করিয়ে দেন।

হুশিয়ারি দিয়ে বলেন, চটি চাটলে চাটুন, বাংলাদেশে খুব বড় দাপুটে পুলিশ অফিসার ছিল, নাম তার হারুন। ওর অবস্থাটা কি হয়েছে একবার গিয়ে দেখে আসুন। এই অবস্থায় যাতে পড়তে না হয়, তার জন্য এখন থেকে কাজ-কর্ম, ভাষা ঠিক করে বলুন।

তবে এবারই প্রথম নয় এর আগে পশ্চিমবঙ্গে সরকারবিরোধী ছাত্র জনতার আন্দোলন শুরু হতেই গত ২৮ আগস্ট বাংলার পুলিশকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন, আপনাদের অবস্থা বাংলাদেশের পুলিশের চেয়েও খারাপ হবে। তৈরি থাকুন। সেই দিন এগিয়ে আসছে।

ওই দিনও ডিবি হারুনের নাম উল্লেখ করে কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশে শুভেন্দু পোস্টে লেখে, শুনে রাখুন মমতার পুলিশ, আপনার অবস্থা বাংলাদেশের চেয়েও খারাপ হবে। অপেক্ষা করুন, দেখতে পাবেন।

এদিন মুখ্যমন্ত্রী মমতাকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, পুলিশ কমিশনার পদত্যাগ করতে চেয়েছিলেন আমি করতে দিইনি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন দাবি করেছেন কারণ তিনি মিথ্যেবাদী, চিটিংবাজ, চোর ও দুর্নীতিগ্রস্ত।

তিনি আর জি করের নির্যাতিতার পরিবারকে টাকা দেয়া নিয়েও মিথ্যাচার করেছেন। বিজেপি যেদিন ক্ষমতায় আসবে উনি যেখানে থাকবেন সেখানে গিয়ে ওনাকে মিথ্যাশ্রী পুরস্কার দেয়া হবে। আমরা জুনিয়র ডাক্তারদের সঙ্গে আছি আমরা বিচারের দাবিতে লড়বো। এ সময় আবারো দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগান তুলে সুর চড়ান শুভেন্দু।

এদিকে রাজনৈতিকভাবে শুভেন্দুর জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে জানানো সমর্থন শুক্রবার সন্ধ্যায় প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। শুক্রবার প্রতিবাদের মঞ্চ থেকে সাফ জানানো হয়, বিরোধী দলনেতা এই আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে