সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৭:৩২

অবশেষে গুগল ওয়ান লাইট লঞ্চ, যত খরচ করতে হবে

অবশেষে গুগল ওয়ান লাইট লঞ্চ, যত খরচ করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক : অনেক দিন ধরেই গুগল ওয়ানের কম খরচের একটি প্ল্যান নিয়ে কাজ করছিল সংস্থাটি। অবশেষে লঞ্চ করা হয়েছে গুগল ওয়ান লাইট। এতে কম দামে ক্লাউড স্টোরেজ পাওয়া যাবে। 

কোম্পানিটি চলতি সপ্তাহেই নতুন প্ল্যান লঞ্চ করেছে। বর্তমানে শুধুমাত্র কিছু কিছু ব্যবহারকারী এই প্ল্যানটি পাবেন। তবে খুব শিগগিরই সবার জন্য প্ল্যানটি উন্মুক্ত করবে কোম্পানিটি। এছাড়াও, কিছু ব্যবহারকারী এই প্ল্যানটিতে ছাড় পাবেন। 

এই প্ল্যানটি গুগল ওয়ান-এর বেস প্ল্যানের থেকে কম দামে পাওয়া যাচ্ছে। ফ্রি ক্লাউড ছাড়াও গুগল ওয়ান লাইটে অন্য কোনও সুবিধা থাকবে না বলেই জানিয়েছে গুগল ওয়ান। 

গুগল ওয়ান লাইট-এ ৩০জিবি ক্লাউড স্টোরেজ পাওয়া যাবে। এর জন্য ৮৪ টাকা খরচ করতে হবে। তাছাড়া ৮৩৮ টাকায় এর বার্ষিক সাবস্ক্রিপশন কিনতে পারেন। কিছু ব্যবহারকারী বিশেষ ডিলও পেয়ে যাবেন। তবে এই সুবিধা শুধুমাত্র প্রথম মাসের সাবস্ক্রিপশনের সঙ্গেই পাওয়া যাবে। এতে ১০০ জিবি ক্লাউড স্টোরেজ দেওয়া হবে। এছাড়াও ৫ জনের মধ্যে স্টোরেজ শেয়ার করা যাবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে