বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৭:৪৪

একটুর জন্য ভয়াবহ বিপর্যয় থেকে বাঁচল লোহিত সাগর!

একটুর জন্য ভয়াবহ বিপর্যয় থেকে বাঁচল লোহিত সাগর!

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুতি আন্দোলনের আক্রমণে বিধ্বস্ত একটি তেলবাহী ট্যাংকারকে লোহিত সাগরে নিরাপদ এলাকায় টেনে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় জাহাজটি থেকে কোনো তেল ছড়িয়ে পড়েনি। 

ফলে লোহিত সাগরে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ইউরোপীয় নৌ মিশনের বরাত দিয়ে বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিসের মালিকানাধীন ও পতাকাবাহী এমভি সৌনিয়ন প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে যাত্রা করছিল। যাত্রাপথে জাহাজটি ২১ আগস্ট ক্ষেপণাস্ত্র হামলায় আক্রান্ত হয়। পরে এর ক্রুরা জাহাজটি পরিত্যাগ করে। হুতি যোদ্ধারা পরে বিস্ফোরণ ঘটিয়ে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটায়।

ইউরোপীয় মিশনের মতে, স্থানীয় সময় সোমবার রাতে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, ‘বেসরকারি অংশীদারদের’ অন্তর্গত তিনটি জাহাজ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের একটি যুদ্ধজাহাজ দিয়ে সুরক্ষিত করা হয়েছে।

এদিকে সৌনিয়নের গন্তব্য কোথায় তা জানানো হয়নি। তবে সৌদি আরব উদ্ধারকারীদের তেল খালাসে সাহায্য করার প্রস্তাব দিয়েছে বলে খবর রয়েছে। এ ছাড়া অপারেশন আস্পাইডেস নামের ইউরোপীয় ইউনিয়নের সামরিক অভিযান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, ‘উদ্ধার অভিযানের এই পর্যায়ের সমাপ্তি সমগ্র অঞ্চলকে প্রভাবিত করার মতো পরিবেশগত বিপর্যয় রোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ সব অংশীদারের মধ্যে ব্যাপক পদ্ধতিগত ও ঘনিষ্ঠ সহযোগিতার ফলাফল।

সৌনিয়ন থেকে সম্ভাব্য তেল ছড়িয়ে পড়লে তা ১৯৮৯ সালের এক্সন ভালডেজ বিপর্যয়ের প্রায় চার গুণ বড় হতে পারত। যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য অনুসারে, সেই বিপর্যয়ে আলাস্কা উপকূলে একটি ট্যাংকার ডুবে যাওয়ার পর দুই হাজার ১০০ কিলোমিটার এলাকাকে দূষিত করেছিল।

ইরান সমর্থিত হুতারা আগস্টের শেষের দিকে বলেছিল, তারা সৌনিয়নকে ইয়েমেন থেকে সরিয়ে নিতে অনুমতি দিয়েছে। তাদের সঙ্গে ‘বেশ কয়েকটি আন্তর্জাতিক পক্ষ’ যোগাযোগ করেছিল। তারা আরো জানিয়েছে, ট্যাংকারে আক্রমণ ইয়েমেনি অবরোধ লঙ্ঘনকারী যেকোনো জাহাজকে আক্রমণ করার ব্যাপারে তাদের কঠোরতা প্রকাশ করে।

হুতিরা গত নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে, দুটি জাহাজ ডুবিয়েছে, আরেকটি দখল করেছে এবং কমপক্ষে চারজন ক্রু সদস্যের মৃত্যু ঘটিয়েছে। তারা বলছে, গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে তারা ফিলিস্তিনিদের সমর্থনে এ কাজ করছে।

বাণিজ্যিক জাহাজ রক্ষা করতে পশ্চিমা যুদ্ধজাহাজ মোতায়েনের পরও, বা উত্তর-পশ্চিম ইয়েমেনে হুতিদের নিয়ন্ত্রিত অঞ্চলে মার্কিন ও ব্রিটিশ বিমান হামলা সত্ত্বেও হুতিরা নিরুৎসাহিত হয়নি। ইসরায়েলও তেল আবিবে একটি মারাত্মক ড্রোন হামলার প্রতিশোধে ইয়েমেনে বোমা বর্ষণ করেছে এবং রবিবার ক্ষেপণাস্ত্র হামলার জন্য হুতিদের দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রতিজ্ঞা করেছে।

একটি পৃথক ঘটনায় হুতিরা সোমবার বলেছে, তারা ইয়েমেনের ধামার প্রদেশের আকাশে মার্কিন নির্মিত এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং তাদের প্রকাশিত ভিডিওতে মাটিতে পোড়া ধ্বংসাবশেষের ছবি দেখানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই দাবির বিষয়ে অবগত বলে জানিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে