বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০০:৪৭

ব্যাপক বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, ৪ জনের মৃত্যু, রেড অ্যালার্ট জারি, স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ

ব্যাপক বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, ৪ জনের মৃত্যু, রেড অ্যালার্ট জারি, স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : ভারি বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মুম্বাই। এতে এরইমধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও আজ (বৃহস্পতিবার) মুম্বাইয়ের সব স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আগেরদিন বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের বিভিন্ন অংশে প্রায় ২৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যার ফলে বিভিন্ন রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। এদিকে টাইমস অব ইন্ডিয়া বলছে, ব্যাপক বৃষ্টিপাতে বিপর্যস্ত রাজধানীতে এ পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সন্ধ্যা থেকে ভারি বৃষ্টি শুরু হলে এক পর্যায়ে রাস্তাঘাটে জলাবদ্ধতা দেখা দেয়। এতে তীব্র যানজট দেখা দেয় শহরটিতে। ব্যাপক দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ভারি বৃষ্টির কারণে বিমান চলাচলও ব্যাহত হয়েছে।

এছাড়া প্লাবিত হয়েছে মুম্বাইয়ের একাধিক রেললাইন। ফলে ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে। প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। আজও ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে