আন্তর্জাতিক ডেস্ক : গত জুলাই মাসে Xiaomi তাদের Xiaomi MIX Flip ফ্লিপ স্মার্টফোন চীনে লঞ্চ করার পর, এবার গ্লোবাল বাজারে পেশ করা হয়েছে। এটি কোম্পানির প্রথম কমার্শিয়াল ফোল্ডেবল স্মার্টফোন।
এতে 4 ইঞ্চি বড়ো কভার ডিসপ্লে, এটি এখনও পর্যন্ত বাজারে সবচেয়ে বড়ো ডিসপ্লে। একইসঙ্গে 12GB পর্যন্ত RAM, স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট, 50MP ক্যামেরা এবং 67W ফাস্ট চার্জিং মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi MIX Flip স্মার্টফোন সম্পর্কে।
Xiaomi MIX Flip এর দাম এবং সেল
Xiaomi Mix Flip স্মার্টফোনটির সিঙ্গেল 12GB RAM + 256GB ভেরিয়েন্টের দাম 1299 ইউরো অর্থাৎ প্রায় 1,21,000 টাকা রাখা হয়েছে।
এই ফোনটি অন্যান্য বাজারে সেল সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
Xiaomi MIX Flip ফোনটি ব্ল্যাক এবং পার্পল এর মতো দুটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
Xiaomi MIX Flip এর স্পেসিফিকেশন
ইন্টারনাল ডিসপ্লে: Xiaomi MIX Flip ফোনটিতে 6.86 ইঞ্চির LTPO 1.5K ক্রিস্টেলরেস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 2912 x1224 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং, DC ডিমিং, 3000 নিটস পীক ব্রাইটনেস, HDR10 +, ডলবি ভিসন সাপোর্ট করে। একইসঙ্গে UTG গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।
আউটার ডিসপ্লে: Xiaomi MIX Flip ফোনটিতে আরও ভালো 4 ইঞ্চির 1.5K ক্রিস্টেলরেস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 1392×1280 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং, DC ডিমিং, 3000 নিটস পীক ব্রাইটনেস, HDR10+, ডলবি ভিসন সাপোর্ট করে। একইসঙ্গে রিল্ড গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসর: ফোনটিতে এখনও পর্যন্ত শক্তিশালী 3.3GHz ক্লক স্পীডযুক্ত স্ন্যাপড্রাগন 8 জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে অ্যাড্রিনো 750 GPU রয়েছে।
স্টোরেজ: ফোনটিতে 12GB LPPDDR5X RAM +512GB UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফোনটিতে OIS ফিচার যুক্ত f/1.7 অ্যাপারচারযুক্ত LED ফ্ল্যাশ সহ 50MP লাইট ফিউশন 800 সেন্সর এবং f/2.0 অ্যাপারচারযুক্ত 50MP ওমনিভিসন OV60A40 9cm 2x টেলিফটো সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফির এবং ভিডিও কলের জন্য 32MP OV32B ফ্রন্ট ফেসিং ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য শাওমি ফোনটিতে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4780mAh সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: Xiaomi MIX Flip স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেড সেন্সর USB টাইপ-C অডিও, হাই-রেজ অডিও, ডুয়েল স্পিকার, 5G, 4G VoLTE, Wi-Fi 6E, ব্লুটুথ 5.4 এর মতো বিভিন্ন ফিচার রয়েছে।
ওজন এবং ডায়ম্যানশন: ফোনটির ডায়মেনশন 167.5×74.02×16.19mm এবং আনফোল্ড অবস্থায় 7.8mm হয়। তবে ওজন 192 গ্রাম।
ওএস: Xiaomi MIX Flip ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং হাইপারওএস 14 সহ কাজ করে।