বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪, ১২:১১:০৫

মাল্টিস্ট্রাডা ভি৪ আরএস বাইক, দাম অর্ধ কোটি টাকা

মাল্টিস্ট্রাডা ভি৪ আরএস বাইক, দাম অর্ধ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক : দুনিয়া কাঁপানো মোটরসাইকেল কোম্পানি ডুকাতি। এই কোম্পানি রেসিং এবং স্পোর্টস বাইক তৈরি করে। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের মাল্টিস্ট্র্যাডা প্ল্যাটফর্ম থেকে নতুন একটি স্পোর্টস বাইক এনেছে। যার মডেল ডুকাতি মাল্টিস্ট্র্যাডা ভার্সন ৪ আরএস।

এই নয়া স্পোর্টস বাইক, দারুণ লুকে বাজারে হাজির হয়েছে। এই দুই চাকার বাহনকে অ্যাডভেঞ্চার বাইক বললেও ভুল হয় না।

২০২৩ সালের অক্টোবর মাসে দুকাতির এই প্ল্যাটফর্ম ভারতের বাজারে জায়গা করে নিয়েছিল। এই মাল্টিস্ট্র্যাডা প্ল্যাটফর্ম থেকে নতুন একটি স্পোর্টস বাইক নির্মাণের প্রস্তুতি নেওয়া হয়েছিল সেই সময় থেকেই। এই বাইক সম্পূর্ণরূপে ভারতে আমদানি হয়।

এই বাইকে রয়েছে ১১০৩ ডেসমোডিসি স্ট্রাডল ভি৪ ইঞ্জিন। এই ইঞ্জিন ১৩,৫০০ আরপিএমে ১৭৭ বিএইচপি শক্তি উৎপন্ন করে ও ৯৫০০ আরপিএমে ১১ এনএম টর্ক উৎপন্ন করে। এই বাইকের ইঞ্জিনকে বলা যায় আরও ভালো ট্র্যাক ওরিয়েন্টেড।

মাল্টিস্ট্রাডা ভি৪ আরএস বাইকে পেরিলি ডিয়াবলো রেসো আইভি কোরসা টায়ার শডের সঙ্গে হালকা ওজনের ১৭ ইঞ্চি নকল মার্চেসিনি অ্যালয় লাগানো হবে, এই টায়ারের কারণে এই বাইকের ওজন মাল্টিস্ট্রাডা ভি৪ পাইকস পিকের তুলনায় প্রায় ৩ কেজি কম হবে।

ডুকাতির শক্তিশালী বাইকে থাকবে একটি ৬.৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লে। এর সঙ্গে এই বাইকে রয়েছে চারটি পাওয়ার মোড। হুইল কন্ট্রোল, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল, বাই ডিরেকশনাল কুইক শিফটার, ট্রাকশন কন্ট্রোলের মত অনেক ফিচার দিয়ে সজ্জিত এই বাইক বাজারে এসেছে।

ডুকাতির এই নতুন বাইক মাল্টিস্ট্রাডা পরিবারের টপ স্পেক মডেল। যার দাম প্রায় অর্ধ কোটি টাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে