আন্তর্জাতিক ডেস্ক : সূর্যগ্রহণের সময় আগুনের বলয়ের (রিং অব ফায়ার) মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী হয়েছে চিলি ও আর্জেন্টিনা। চিলির ইস্টার আইল্যান্ড ও আর্জেন্টিনার কিছু এলাকায় দেখা যায় এই দৃশ্য, যা দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।
স্থানীয় সময় বুধবার বিকেল নামতেই চিলির ইস্টার আইল্যান্ডের আকাশ ধীরে ধীরে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা ভিড় করেন সেখানে। সবার চোখে বিশেষ সুরক্ষামূলক চশমা। মূলত বিরল সূর্যগ্রহণ দেখতেই জড়ো হন তারা।
দিনটিকে স্মরণীয় করে রাখতে আশপাশে সঙ্গীত, উল্লাস আর উৎসবমুখর পরিবেশে মেতে ওঠেন সবাই। প্রাচীন মোয়াই ভাস্কর্যের সামনে ইস্টার আইল্যান্ডে চলে এই বিরল মহাজাগতিক দৃশ্য উদযাপন।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এই সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারেনি। কারণ চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে ছিল। এর ফলে চাঁদের চারপাশে সূর্যের আলো আংটির মতো একটি উজ্জ্বল বৃত্ত তৈরি করে। যার নাম দেয়া হয় রিং অব ফায়ার।
সূর্যগ্রহণের সময় এই রিং অব ফায়ার তৈরি হওয়ার মহাজাগতিক দৃশ্যপটে এটি বিরল ও উপভোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় ১ লাখ ৭৫ হাজার মানুষ বছরের শেষ এই সূর্যগ্রহণ সরাসরি প্রত্যক্ষ করেন। ইস্টার আইল্যান্ড ও আশপাশের এলাকা থেকে এই বিরল দৃশ্য দেখা গেছে।
তবে দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা এবং হাওয়াই অঞ্চল থেকেও আংশিকভাবে এই বিরল দৃশ্য দেখেছেন অনেকে।