আন্তর্জাতিক ডেস্ক : HIGHLIGHTS Samsung সম্প্রতি 23 সেপ্টেম্বর ভারতে তার নতুন 5G স্মার্টফোন Galaxy M55s 5G লঞ্চ করেছে এখন স্যামসাং গ্যালাক্সি এ55এস 5জি ফোনটি লঞ্চের কিছু দিন পরেই Amazon Great Indian Festival সেলে 2000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ55এস 5জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজের দাম 19,999 টাকা ছিল।
Samsung সম্প্রতি 23 সেপ্টেম্বর ভারতে তার নতুন 5G স্মার্টফোন Galaxy M55s 5G লঞ্চ করেছে। স্যামসাং গ্যালাক্সি এ55এস 5জি ফোনে 50MP সেলফি এবং সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। তবে এখন এই ফোনটি লঞ্চের কিছু দিন পরেই 2000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে।
Samsung Galaxy M55s 5G দাম এবং অফার
দামের কথা বললে, ফোনের 8GB RAM+128GB স্টোরেজের দাম 19,999 টাকা ছিল। তবে 2000 টাকার ছাড়ের সাথে 17,999 টাকায় কেনা যাবে। পাশাপাশি, 8GB RAM+256GB স্টোরেজ মডেলটি 22,999 টাকায় আনা হয়েছিল, তবে 2000 টাকার ছাড়ের সাথে 20,999 টাকায় বিক্রি হচ্ছে।
Galaxy M55s 5G স্মার্টফোনটি কিনতে এখানে ক্লিক করুন
স্যামসাং গ্যালাক্সি এ55এস 5জি ফোনটি অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভাল সেল 2000 টাকার ছাড় সহ বিক্রি হচ্ছে। নতুন স্যামসাং ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়। কোম্পানি দুটি মডেলেই 2000 টাকার ছাড় অফার করছে।
বলে দি যে এই অফারটি পেতে কোনো ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে না।
গ্যালাক্সি এ55এস 5জি স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ডিসপ্লে: গ্যালাক্সি এ55এস 5জি ফোনে 6.7-ইঞ্চির ফুল HD+ স্ক্রিন দেওয়া হয়েছে। এতে 1080×2400 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: স্মার্টফোনটি কোয়ালকম Snapdragon 7 Gen 1 অক্টা-কোর চিপসেটে কাজ করে। এটি Android 14 অপারেটিং সিস্টামে চলবে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। ফোনে OIS সহ 50MP মেইন সেন্সর দেওয়া হয়েছে। এর সাথে 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 2MP মাইক্রো সেন্সর পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
ব্যাটারি: পাওয়ার দিতে স্মার্টফোনে 5000mAh ব্যাটারি দেওয়া। ফোনটি ফাস্ট চার্জ করতে 45W চার্জিং ফিচার সাপোর্ট করে।