রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ০১:০৩:৩৬

কেন এত বেশি বিক্রি হচ্ছে এই স্কুটার?

কেন এত বেশি বিক্রি হচ্ছে এই স্কুটার?

আন্তর্জাতিক ডেস্ক : জাপানি হোন্ডার তৈরি যতগুলো মডেলের স্কুটার আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাক্টিভা। ভারতের পাশাপাশি এই স্কুটার বাংলাদেশেও বিক্রি হয়। এই স্কুটারের সবচেয়ে বড় বাজার ভারত। এই বছর শুধু আগস্ট মাসেই হোন্ডা অ্যাক্টিভা স্কুটারের ২ লাখ ২৭ হাজার ৪৫৮ ইউনিট বিক্রি হয়েছে। গত বছর ২০২৩-এ এই স্কুটার বিক্রি হয়েছিল ২ লক্ষ ১৪ হাজার ৮৭২ ইউনিট।

হোন্ডার এই স্কুটারের দারুণ বিক্রি
বেস্টসেলার স্কুটারের জায়গা অর্জন করল হোন্ডা অ্যাক্টিভার এই স্কুটার। ভারতের বিক্রির নিরিখে শীর্ষস্থানে উঠে এল এই স্কুটারের নাম। এই পরিসংখ্যান দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে হোন্ডা অ্যাক্টিভা স্কুটারের চাহিদা ক্রমেই বেড়ে চলেছে এবং স্কুটারপ্রেমীদের মধ্যে এর আকর্ষণ আরও বাড়ছে।

ACTIVA
বিভিন্ন কারণে হোন্ডা অ্যাক্টিভা স্কুটারের চাহিদা বেড়েছে। এই স্কুটারের সাশ্রয়ী দাম, আরামদায়ক রাইডিং এবং দারুণ জ্বালানি সাশ্রয়ী ফিচার্স একে অন্য সমস্ত স্কুটারের থেকে আলাদা করেছে। হোন্ডার সার্ভিস নেটওয়ার্কও স্কুটারপ্রেমীদের মধ্যে চাহিদা বাড়ার অন্যতম একটি কারণ। খুব দ্রুত ও দক্ষ এই সংস্থা সার্ভিসিং, যে কোনও প্রান্ত থেকে যে কোনও সময়ে হোন্ডার সার্ভিসিং পাওয়া যায়।

অন্যান্য স্কুটারের কেমন বিক্রি
হোন্ডা অ্যাক্টিভার পরেই দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে টিভিএস জুপিটার, আগস্টে এই স্কুটার বিক্রি হয়েছে ৮৯,৩২৭ ইউনিট। এই সংস্থার বার্ষিক বৃদ্ধি হয়েছে ২৭.৪৯ শতাংশ, এর ফলে বোঝাই যায় হোন্ডার মতই টিভিএস জুপিটার স্কুটারও বাজারে বেশ চাহিদার। গাড়ির স্পেস ও আরামদায়ক জার্নি টিভিএস জুপিটারকে অনন্য বিকল্প করে তুলেছে। এর সঙ্গে সঙ্গে এই স্কুটারের স্টাইলিশ লুক, বিভিন্ন রঙের ভ্যারিয়ান্টের উপলব্ধতা, এর বিক্রি বাড়ার অন্যতম কারণ।

MAIN_ACTIVA
বিক্রির নিরিখে দেশের সেরা স্কুটারের তালিকায় তৃতীয় স্থানে আছে সুজুকি অ্যাক্সেস স্কুটার। যা আগস্টে মোট ৬২,৪৩৩ ইউনিট বিক্রি হয়েছে। বার্ষিক বৃদ্ধি হয়েছে ১৬.৩৭ শতাংশ। টিভিএস এনটর্ক স্কুটারের পারফরম্যান্সও ভাল। ৩.৩৩ শতাংশ বেড়ে এর বিক্রি দাঁড়িয়েছে ৩৩,২০১ ইউনিটে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে