রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ০৬:৩২:০৮

জানেন ভারতে মোট মুসলিম জনসংখ্যা কত?

জানেন ভারতে মোট মুসলিম জনসংখ্যা কত?

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৩ সালে ভারতে মুসলিম জনসংখ্যা হতে পারে ১৯ দশমিক ৭ কোটি। বৃহস্পতিবার লোকসভায় এ তথ্য জানিয়েছে দেশটির সরকার।

তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মালা রায়ের প্রশ্নের উত্তরে সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, মুসলমানরা মোট জনসংখ্যার ১৪ দশমিক ২ শতাংশ। ২০২৩ সালে তাদের জনসংখ্যার হার একই রকম হবে বলে অনুমান করা হয়েছে। তিনি বলেন, ২০১১ সালের আদমশুমারিতে ভারতে মুসলিম জনসংখ্যা ছিল ১৭ দশমিক ২ কোটি। তাছাড়া ২০২৩ সালে দেশটির মোট জনসংখ্যা দাঁড়াতে পারে প্রায় ১৩৯ কোটিতে।

জাতিসংঘের হিসাবে এ বছরের মাঝামাঝি চীনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠীর দেশ হওয়ার কথা ভারতের। কিন্তু কিছু বিশ্লেষকের ধারণা, সেই ঘটনা আগেই ঘটে গেছে। এ বছরের শুরুতে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) জানায়, ২০২২ সালের শেষে দেশটির জনসংখ্যা প্রায় আট লাখ কমে ১৪১ কোটি ২০ লাখে দাঁড়িয়েছে। ১৯৬১ সালের পর এই প্রথমবার চীনের জনসংখ্যা কমেছে।

আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতি হতে চলেছে ভারত। দেশটির অর্ধেক মানুষের বয়সই ৩০ বছরের কম। ফলে জনসংখ্যার সর্বোচ্চ ফায়দা পেতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রতি বছর শ্রমশক্তিতে প্রবেশ করা লাখ লাখ লোকের জন্য বাড়তি চাকরির ক্ষেত্র তৈরি করতে হবে। এছাড়া দেশটি ক্রমেই কৃষিনির্ভরতা থেকে দূরে সরে যাচ্ছে। সূত্র: টিওআই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে