সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ১২:০৬:০২

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া এই ফোনের পেছনে

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া এই ফোনের পেছনে

আন্তর্জাতিক ডেস্ক : নকিয়া ম্যাজিক ম্যাক্স ফোনটি নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছে। আগেই জানা গিয়েছিল, শিগগিরই ফোনটি বাজারে আসছে। এখন জানা গেল ফোনটির ফিচার সম্পর্কে।

নকিয়ার এই নতুন ফোনে থাকছে ৬.৯ ইঞ্চির দুর্দান্ত সুপার অ্যামোলিড ফুল টাচস্ক্রিন ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০x৩২০০ পিক্সেলস।

এই ডিসপ্লেটি কর্নিং গোরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত। ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত রম থাকবে হ্যান্ডসেটটিতে।

এই ফোন চলবে অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে। পারফরম্যান্সের জন্য নকিয়ার নতুন এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ মডেলের প্রসেসর থাকছে।

নকিয়া ম্যাজিক ম্যাক্স স্মার্টফোনের ভেতরে থাকছে একটি শক্তিশালী ৬৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। তবে এই ব্যাটারি রিমুভেবল হবে না। যদিও তা ৬৫ ওয়াটের কুইক চার্জিং সাপোর্ট করে।

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হচ্ছে ফোনের পেছনে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে দেওয়া হচ্ছে একটি ১৪৪ মেগাপিক্সেলের ক্যামেরা। সেকেন্ডারি হিসেবে থাকছে ৩২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৬৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে