মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ১০:১৬:৩১

কলকাতায় হঠাৎ স্বর্ণের ভরি কত হলো জানেন?

কলকাতায় হঠাৎ স্বর্ণের ভরি কত হলো জানেন?

আন্তর্জাতিক ডেস্ক : দুর্গাপূজার ছুটির পর ভারতের কলকাতায় হঠাৎ স্বর্ণের দাম বেড়েছে। সোমবার (১৪ অক্টোবর) ১০ গ্রাম ২৪ ক্যারাট খুচরা স্বর্ণ এই প্রথম ৭৬ হাজার ৬৫০ টাকায় উঠেছে, যা জিএসটি ধরে ৭৮ হাজার ৯৫০ টাকা। ছুটির আগে গত বুধবার (৯ অক্টোবর) স্বর্ণ এবং গয়নার বাজার বন্ধ হওয়ার সময় তা ছিল কর ছাড়া ৭৫ হাজার ৪০০ টাকা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, স্বর্ণের দাম বৃদ্ধির কারণ হিসেবে সংশ্লিষ্ট মহল আঙুল তুলেছে পশ্চিম এশিয়ার দিকে। কারণ সেখানে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে স্বর্ণের বাজার অস্থির, যার প্রভাব পড়ছে ভারতে।

জেজেগোল্ডের ডিরেক্টর হর্ষদ অজমেরা আনন্দবাজারকে বলেন, ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধের উত্তাপ না কমা পর্যন্ত স্বর্ণের দাম কমার সম্ভাবনা কম। পুঁজি সুরক্ষিত রাখতে বিনিয়োগকারীরা আঁকড়ে ধরেছেন এই ধাতুকে। এতে বাড়ছে দাম।’

অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের ডিরেক্টর সমর দে এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এমডি শুভঙ্কর সেনের দাবি, আগামী ২৯ থেকে ৩০ অক্টোবর ধনতেরাস উৎসব ঘিরে গয়নার বাজার নিয়ে চিন্তা বাড়ছে। ধনতেরাসে মনে হয় হাল‌কা স্বর্ণের গয়না কিনবেন ক্রেতারা।

তবে তাদের ধারণা, স্বর্ণের চড়া দাম ক্রমশ নিয়ন্ত্রণে চলে আসবে। ক্রেতারা পুরোপুরি মুখ ঘুরিয়ে থাকতে পারবেন না।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সেখানকার ছোট ব্যবসায়ীরা এখন সব চেয়ে বেশি সমস্যায় রয়েছেন। তাদের একজন ও কারিগরদের সংগঠন বঙ্গীয় স্বর্ণশিল্পী কমিতির সাধারণ সম্পাদক টগর পোদ্দার বলেন, ‘বড় দোকানে কিছু বিক্রি হচ্ছে। ছোটদের অবস্থা ভালো না। এমন চললে অনেক ব্যবসা বন্ধ হয়ে যাবে। কারিগররা চিন্তায় রয়েছেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে